E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, উটের প্যারেড এবং খালিজি নৃত্য 

২০২৫ মে ১৯ ১৭:১০:২১
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, উটের প্যারেড এবং খালিজি নৃত্য 

শিতাংশু গুহ


মধ্যপ্রাচ্য হচ্ছে রাজা-বাদশা’র দেশ। সেখানে গণতন্ত্রের কোন বালাই নেই, একমাত্র ইসরাইল বাদে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য সেখানে সফর শেষে হোয়াইট হাউসে ফিরেছেন। প্রথম দফায় ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সৌদি আরব, দ্বিতীয় দফায় তাই গেলেন, তাঁর ভাষায় যেখানে ভাল ব্যবসা পাওয়া যাবে,  সেখানেই তিনি প্রথম যাবেন, তিনি কথা রেখেছেন, ব্যবসা যথেষ্ট ভালো হয়েছে। ট্রাম্প নিজেই বলেছেন, দেশের জন্যে আমি সেলসম্যান হয়েছি, বাংলাভাষায় হয়তো বলা যায়, ‘ফেরিওয়ালা’ হয়েছেন? 

মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে ব্যাপক সন্মান জানিয়েছে, এতসব রাজা-বাদশাদের মাঝে তিনি ছিলেন, রাজাধিরাজ, সম্রাট। ব্যক্তিগতভাবে ট্রাম্প এসব পছন্দ করেন, তাই হয়তো কাতারের দেয়া ৪০০ মিলিয়ন ডলারের একটি ৪৭৪-বিলাসবহুল বিমান উপহার নিতে রাজি হয়েছেন। কাতার আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রে ১.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে, শুরু সামান্য উপহার দিয়ে। ট্রাম্প বলেছেন, তিনি এটি ব্যবহার করবেন, এবং মেয়াদ শেষে সেটি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে যুক্ত হবে।

ট্রাম্পের সফর সফল। হয়তো তাই তিনি এবার আর মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের কথা উচ্চারণ করেননি, বরং বলেছেন যুক্তরাষ্ট্র আর অন্য দেশ নিয়ে মাথা ঘামাবে না? তিনি সিরিয়ার ওপর থেকে নিষাধাজ্ঞা তুলে নিয়েছেন, এবং যার মাথার দাম ছিলো কোটি ডলার তা উঠিয়ে নিয়ে টাকা বাঁচিয়েছেন। ঠিক তখনই ইরান এর নিউক্লিয়ার সক্ষমতা কমাতে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় সম্মতির কথা জানিয়েছে। ট্রাম্প গাজায় মানুষ না খেয়ে আছে সেকথা বলেছেন। আরো বলেছেন যে, ইউক্রেন যুদ্ধ বন্ধে হয়তো তাঁকে পুটিনের সাথে বসতে হবে!

প্রেসিডেন্ট ট্রাম্প এ যাত্রায় বাংলাদেশ যেতে পারতেন, এতে করিডোর, চট্টগ্রাম বন্দর তো পেতেনই, সাথে হয়তো আমাদের দরাজ-দিল প্রধান উপদেষ্টা ড: ইউনুস খুশিতে পুরো বাংলাদেশটা তাঁকে উপহার দিয়ে দিতেন। আর ট্রাম্প ঢাকায় বসে যদি বাংলাদেশকে ৫১তম ষ্টেট হওয়ার প্রস্তাব দিতেন, তাহলে পুরো দেশ পাকিস্থানমুখিতা বাদ দিয়ে আমেরিকামুখী হয়ে যেতো। আসলে ৫১তম ষ্টেট নয়, ৫২তম, কারণ কানাডাকে তিনি ৫১তম ষ্টেট হওয়ার প্রস্তাব দিয়ে রেখেছেন।

সংযুক্ত আরব আমিরাত রাজপ্রাসাদে প্রেসিডেন্ট ট্রামকে সেদেশের মেয়েরা সম্পূর্ণ সাদা পোশাকে খালিজি নৃত্যের মাধ্যমে সাদরে বরণ করে। খালিজি নাচ হচ্ছে খালিজি গানের সাথে সাথে চুলের নৃত্য, একে ‘আল-আয়ালা’ নৃত্যও বলা হয়, যা সেদেশে বিয়েতে বহুল ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চুল খোলা রাখার জন্যে বা হিজাব না পড়ার জন্যে মেয়েরা প্রায়শ: রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে, খালিজি নৃত্য দেখে যদি ঐসব বখাটেদের কিছুটা বোধোদয় হয়!

‘রেড কার্পেট’ বা ‘লাল গালিচা’ সম্বর্ধনা বলে একটি কথা আছে, ট্রাম্পের সন্মাননাকে ‘সোনালী গালিচা’ বলা যায়। সেখানে প্লেন দিয়ে এসকর্ট থেকে উটের প্যারেড সবই ছিলো। অবশ্য এপ্রিলের ৩যা সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে গেলে তাকেও ফাইটার জেট এসকর্ট দিয়ে সন্মান জানানো হয়। যদিও মোদী ‘পেহেলগাম হত্যাকাণ্ডের কারণে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। মধ্যপ্রাচ্য হচ্ছে, উট ও খেজুরের দেশ, খেজুরের কোন সংবাদ চোখে পড়েনি। যদিও রাতের বেলায় দুবাই’র খেজুর গাছের আলোকসজ্জা তিনি দেখেছেন নিশ্চয়ই?

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test