E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেএফকে’র মতই ড. ইউনুস একদিন সঙ্গীদের ছেড়ে দেশ থেকে পালাবেন! 

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৭:১৭:২৯
জেএফকে’র মতই ড. ইউনুস একদিন সঙ্গীদের ছেড়ে দেশ থেকে পালাবেন! 

শিতাংশু গুহ


২৩ সেপ্টেম্বর ২০২৫। নিউইয়র্ক জেএফকে বিমানবন্দরে ডিম-মারা ঘটনা নিয়ে অনেকে ‘কান্না’ করছেন, দেশের ভাবমুর্ক্তি নষ্ট হচ্ছে বলে চিলাচ্ছেন। বিমান বন্দরে সরকার প্রধান বা সফরসঙ্গীদের নাজেহাল করা কি কোন নুতন ঘটনা? ড. ইউনুস যে হোটেলে আছেন এর সামনে বিক্ষোভ করা নিয়েও কারো কারো ঘুমে ব্যাঘাত হচ্ছে। এটা কি এই প্রথম ঘটছে? খালেদা জিয়া আসলে বিক্ষোভ হয়নি? শেখ হাসিনা এলে প্রতিবার কি বিমানবন্দরে বিক্ষোভ হয়নি? তার হোটেলের সামনে কি বিক্ষোভ হয়নি? তিনি তো নির্বাচিত ছিলেন-তবু তো বিক্ষোভ হয়েছে। যারা এখন দেশের ভাবমুর্ক্তির ধোঁয়া তুলছেন, তারা তখন কোথায় ছিলেন? 

ড. ইউনুস ও তাঁর সফরসঙ্গী-এঁরা কারা? এঁরা তো নির্বাচিত নন! বিএনপি বা জামাতের নেতাদের কথা নাহয় বাদ দিলাম, বাকিরা কারা? বিএনপি বা জামাতের নেতাদের তো কেউ কিছু বলেনি, বলেছে ঐসব ‘উড়ে এসে জুড়ে বসা’ তথাকথিত বৈষম্যবিরোধী নেতানেত্রীকে? ড. ইউনুস ও এসব নেতারা দেশটাকে ‘যুদ্ধক্ষেত্র’ বানিয়ে ফেলছে, বাংলাদেশ এখন একটি জঙ্গী রাষ্ট্র, সেখানে জঙ্গীবাদের উত্থান ঘটেছে? ড.ইউনূসের হাতে দেশের স্বাধীনতা বিপন্ন। ড. ইউনুস ও এনসিপি নেতারা যেখানেই যাবেন সেখানেই নিউইয়র্কের মত ‘ডিম্-সম্বর্ধনা’ পাওয়ার সম্ভবনা উজ্জ্বল। মাত্র সেদিন লন্ডনে কি একই ঘটনা ঘটেনি? যেখানেই যান, সেখানেই তা ঘটার সম্ভবনা আছে?

দেশে পুলিশ-সেনাবাহিনী’র প্রহরায় ইউনুস বাহিনী কিছুটা নিরাপদ থাকলেও বিদেশের মাটিতে সর্বত্রই ডিম্ খাওয়ার সম্ববনা থাকবে, এবং এজন্যে অন্যরা নয়, ড.ইউনুস বাহিনী নিজেরাই দায়ী। পুরো দেশ যে সামনের দিনগুলোতে ‘গোপালগঞ্জ’ হয়ে যাবেনা তা কিন্তু বলা যাবেনা। এসবই গত এক বছরে এদের কর্মকান্ডের ফসল, আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নেই, সাধারণ মানুষ এখন মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মাঠে নেমেছে। সরকার, এনসিপি, জঙ্গীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করবেন, অন্যরা তা চেয়ে চেয়ে দেখবে, তা তো হয়না। তাই সামনের দিনগুলো আরো কঠিন হবে!

জেএফকে-তে নাকি আজে বাজে শ্লোগান হয়েছে? শ্লোগানগুলো আমিও শুনেছি, খারাপ বটে! তবে বাংলাদেশে জঙ্গী-বিপ্লবীরা এবং বিশেষত: মেয়েরা যেসব অশ্রাব্য শ্লোগান দিয়েছে, নিউইয়র্কের শ্লোগানগুলো কি এর চেয়ে খারাপ ছিলো? গণভবন লুট করে একজন মাতৃসম মহিলার ‘ব্রা-নিয়ে’ আপনারা যা করেছেন, শ্লোগানগুলো এর চেয়েও খারাপ ছিলো? একটু থামেন, জ্ঞান দিতে আসবেন না, আগে নিজে ভাল হ’ন! গত একবছরে দেশে যত লজ্জ্বাজনক ঘটনা ঘটেছে নিউইয়র্কের বিক্ষোভ এর সামান্য প্রতিক্রিয়া মাত্র। নিউইয়র্কে বরং এনসিপি’র মহিলা নেত্রীকে সন্মান দেখানো হয়েছে, তিনি কি এর যোগ্য? দেশে তাঁর ভূমিকা কি ছিলো? তবু ক্ষুব্দ বিক্ষভকারীরা তাঁকে সন্মান দেখিয়েছে, এটি ভাল।

আমেরিকায় গায়ে হাত দেয়া যায়না, তাই এ যাত্রায় ডিমের ওপর দিয়ে গেছে! দেশে এনারা ‘মব ভায়োলেন্স’ দিয়ে অসংখ্য ঘটনা ঘটিয়েছেন, এখনো ঘটাচ্ছেন। নিউইয়র্কে তো আর মব নাই, সামান্য শান্তিপূর্ণ বিক্ষোভ, এতেই ঘাবড়ে গেলে চলবে? বৈষম্য সৃষ্টিকারী নেতারা দেশে এখন একটু চুপচাপ, সামনে আরো চুপসে যাবেন। কারণ তাদের সৃষ্ট মব কখন তাঁদের ওপর ঝাঁপিয়ে পরে কেজানে! যেই পুলিশ এখন পাহারা দিচ্ছে, সেই পুলিশও সময়ের অপেক্ষায় আছে। দুর্ভাগ্য কি জানেন, জেএফকে-তে যেমন ড. ইউনুস এদের ফেলে চলে গেছেন, তেমনি একদিন সকালে দেখা যাবে ড. ইউনুস দেশ ছেড়ে পালিয়েছেন, তখন এদের ভাগ্যে কি ঘটবে কেজানে!

জেএফকে-তে যা ঘটেছে আমি এর পক্ষে নোই? এ কারণে অন্তত: সিঁকি শতাব্দী আগে নেতানেত্রীকে সম্বর্ধনা বা বিক্ষোভ জানাতে আমি সিদ্ধান্ত নিয়ে এয়ারপোর্ট যাওয়া বন্ধ করেছি। বিমানবন্দরে বিক্ষোভ বা সম্বর্ধনা শুধু বাংলাদেশিরাই করে থাকে। এটি আমাদের ট্রেডিশন? এজন্যে সকল দল, সরকার দায়ী। কেবলমাত্র বাংলাদেশের নেতানেত্রীরাই এটি বন্ধ করতে পারেন। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অনেকগুলো বিক্ষোভ আছে, সেখানে পুলিশ সতর্ক থাকবে। চিন্ময় প্রভুর মুক্তি ও সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে আমরাও সবার সাথে বিক্ষোভে থাকবো। দেশ বাঁচাতে সবারই এ সময়ে জঙ্গী ইউনুস সরকারের বিরুদ্ধে মাঠে নামা দরকার।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test