E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জয়শঙ্কর কি বার্তা দিয়ে গেলেন? 

২০২৬ জানুয়ারি ০১ ১৮:২৫:২২
জয়শঙ্কর কি বার্তা দিয়ে গেলেন? 

শিতাংশু গুহ


কালের কণ্ঠ বলেছে, তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা পৌঁছে দিয়েছে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। এটি ড. ইউনূসের মাথায় থাপ্পড়, জয়শঙ্কর প্রধান উপদেষ্টার সাথে দেখা করেননি। আজকের কথা বলেছে, ভারতের শোকবার্তা প্রত্যাখ্যানের আহবান জানিয়েছে ‘২৪মঞ্চ’। দেখা যাক কি হয়! ভারত পরিষ্কার জানিয়ে দিলো, ইউনুস সরকার তাদের কাছে ‘অবৈধ’, তাঁরা এটি মানেনা। এও জানালো যে, তারেক ‘প্রধানমন্ত্রী’ হিসাবে ভারতের কাছে গ্রহণযোগ্য। ভারত কেন ‘শোকবার্তা’ তারেকের হাতে দিলো? রাষ্ট্রীয় শোকবার্তা তো রাষ্ট্রীয়ভাবে দেয়া উচিত? একটি মহল বলতে চাচ্ছেন, হোক রাষ্ট্রীয় শোক, মায়ের শোকবার্তা তো পুত্রের কাছেই দেয়া উচিত। ঘটনা যাই হোক, জয়শঙ্করের বাংলাদেশ আগমন মৌলবাদী শক্তির জন্যে দুঃসংবাদ, বিএনপি ও স্বাধীনতা স্বপক্ষের জন্যে সুসংবাদ। এতে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে গেছে, তবে ভারত চলবে। 

‘২৪ মঞ্চ’ হলো রাজাকারের মঞ্চ, তারেক এদের কথায় কান দেবেনা। বেগম খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে দেখা না করে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলো, তারেক রহমান আর সেই ভুলের পুনরাবৃত্তি করবে না। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে, এ সুযোগ হারানো চলবে না। ১০ট্রাক অস্ত্র তারেককে ১৭বছর দেশের বাইরে রেখেছে, বিএনপি’কে করেছে ক্ষমতাহীন, এ সময়ে সেনাবাহিনী, পুরো দেশ তারেকের পক্ষে, তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। গত দেড়বছর ড. ইউনুস প্রমান করেছেন তিনি রাজাকার, দেশদ্রোহী, এনসিপি জামাতের অবৈধ সন্তান, জামাত ১৯৭১-র মতই বাংলাদেশ বিরোধী-এদের কারো হাতেই দেশ নিরাপদ নয় এবং আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি একমাত্র দল যেটি দেশকে স্বাধীনতার পক্ষে চালিত করতে পারে।

ড. ইউনুস, জামাত, এনসিপি, মৌলবাদী শক্তি ইতিমধ্যে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে, এদের একমাত্র রাজনীতি ছিলো ধর্মীয় উস্কানী এবং ভারত বিরোধিতা। ২০২৪-র তথাকথিত গণ-অভ্যুত্থান ছিলো একটি ষড়যন্ত্র, আরো পরিষ্কারভাবে বলা যায়. একটি পাকিস্তানপন্থী, স্বাধীনতাবিরোধী, কট্টর ইসলামপন্থী প্রাসাদ ষড়যন্ত্র। তুরস্ক, পাকিস্তান, আইসিস, তালেবানী ষড়যন্ত্র। স্মর্তব্য যে, কোন মুসলিম দেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দেয়নি। ওই পরাজিত শক্তি ২০২৪-র আগষ্টে দেশীয় দোসরদের সাথে নিয়ে ড.ইউনূসের ভাষায় একটি ‘মেটিক্যুলাস’ ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে। ক্ষমতা এখন নড়বড়ে হয়ে গেছে। বাংলায় একটি কথা আছে, কিছু মানুষকে কিছু সময়ের জন্যে ভুল বুঝানো যায়, কিন্তু সব মানুষকে সবসময়ের জন্যে ভুল বুঝানো যায়না’। দেশের মানুষ এখন বুঝছে তারা ভুল করেছিলো।

ষড়যন্ত্র অবশ্য থেমে নেই, নির্বাচনের আগে আরো অনেক ষড়যন্ত্র হবে। ড. ইউনুস বসে থাকবেন না, ক্ষমতার মজা তিনি পেয়েছেন। ইতোমধ্যে মৌলবাদী জঙ্গী গোষ্ঠী অনেক শক্তি অর্জন করেছে। মাঠ এখন তাদের দখলে। আফগানিস্তান তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নুর আহমদ নুর এখন ঢাকায়। আইএসআই’র বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই ঢাকা রয়েছে। জামাত এনসিপি-এলডিপিকে নিয়ে ১০দলীয় নির্বাচনী জোট গঠন করেছে। ২৪-র ভুয়া আন্দোলনের অনেক নেতানেত্রী এখন প্রকাশ্যে বলছে, তাদের ভুল বোঝানো হয়েছিলো অথবা তাঁরা ভুল বুঝেছিলো। সবার এখন প্রাণে ভয় ধরেছে, এঁরা এখন পালাতে চায়, তারেক হয়তো এদের সেই সুযোগ করে দেবে। হয়তো অনেকে জানুয়ারীর মধ্যে দেশ ছাড়বে। ড. ইউনুস চাইবেন সসম্মানে দেশ ছাড়তে, তিনি কি সেই সুযোগ পাবেন? সবাইকে নবর্ষের শুভেচ্ছা। ৩১শে ডিসেম্বর ২০২৫।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test