E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতবাসী নিশ্চয় এআর রহমান বা খানদের কাছে কিছুটা কৃতজ্ঞতা আশা করতেই পারে

২০২৬ জানুয়ারি ২০ ১৭:১৮:৫৪
ভারতবাসী নিশ্চয় এআর রহমান বা খানদের কাছে কিছুটা কৃতজ্ঞতা আশা করতেই পারে

শিতাংশু গুহ


প্রখ্যাত সুরকার এআর রহমান সদ্য এক সাক্ষাৎকারে বলেছেন, আজকাল তিনি বলিউডে কম কাজ পান, তিনি ইঙ্গিত দেন যে, হয়তো তার ধর্ম এর কারণ। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, কথা ঠিক। প্রখ্যাত শিল্পী জাভেদ আখতার বলেছেন, কখনো এমনটা অনুভব করিনি। এ তিনজনের মধ্যে এআর রহমান ও মেহবুবা মুসলমান, জাভেদ আখতার এক্স-মুসলিম। এ থেকে কিছু বোঝা যায়? হ্যাঁ, যায় এবং তা হচ্ছে ‘মুসলিম মাইন্ডসেট’। এআর রহমান ‘নও-মুসলিম’, হিন্দু ভারত তাকে সর্বোচ্চ সন্মান দিয়েছে। ভারতের সুরকারদের মধ্যে তিনি সবচেয়ে ধনী। তিনি যদি বাংলাদেশের নাগরিক, অথবা পাকিস্তানে থাকতেন, তাহলে তিনি কি হতেন? হয়তো হুজুর হতে পারতেন, হয়তো কিচ্ছুনা। আমি প্রায়শ: বলি শাহরুখ খান বা এআর রহমান-রা ভারতে সৃষ্টি হয়, বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য কোন মুসলিম দেশে নয়! 

এআর রহমান সাক্ষাৎকারটি দেন বিবিসিকে, নেন বৃটিশ পাকিস্তানী হারুন রশিদ। এই সাংবাদিক বিভিন্নভাবে প্রশ্ন করে এআর রহমান’র মুখ দিয়ে কিছু বের করতে সক্ষম হ’ন, সাংবাদিকের লক্ষ্য ছিলো ভারত ও হিন্দু বিরোধিতা, তিনি সক্ষম হয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, বন্দে মাতরম সুর দিয়েছেন কেন? বলিউডে তামিল বিদ্বেষ আছে বলে কি মনে হয়? ছাবা বিভেদমূলক ম্যুভি জেনেও আপনি কেন এর গানে সুর দিয়েছেন? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি কি ছবি বাছাইয়ে চ্যালেঞ্জ অনুভব করেন? এআর রহমান বারবার চেষ্টা করেছেন হারুন রশিদকে থামাতে, কিন্তু ধুরন্ধর সাংবাদিকের সাথে তিনি পারবেন কেন? সামাজিক মাধ্যমে জানা যায়, এআর রহমান এ সময়ে ১৫টি ফিল্মে কাজ করছেন, এরমধ্যে ৯টি বলিউডের। এআর রহমান ২০২২ থেকে ২০২৫’এ যত ম্যুভি’র সুর করেছেন, এর ৫০% বলিউডের। সুতারং, তিনি কাজ কম পাচ্ছেন, সেটি সঠিক নয়?

এআর রহমান এ সময়ে রামায়ণের জন্যে কাজ করছেন, ভাবা যায় বাংলাদেশের কোন হিন্দু কোন মুসলিম স্ক্রিপ্টের জন্যে কাজ করার সুযোগ পাবেন? তিনি এখন বলছেন, মুসলিম ও ইহুদীদের সঙ্গে হিন্দুদের রামায়ণের জন্যে কাজ করাই সৌন্দর্য্য। তিনি আরো বলেছেন, আসলে তিনি ধর্মের দিকটা ইঙ্গিত দেননি, বলতে চেয়েছেন যে, যোগ্যতার ভিত্তিতে কাজ পাওয়া উচিত। ভাইজান, তাইতো পাচ্ছিলেন এতকাল, শাহরুখ খান, আমির খান বা এআর রহমান প্রায় তিন দশক বলিউড জাকিয়ে বসেছিলেন, এখন বয়স হয়েছে, যোগ্য নূতনদের স্থান ছেড়ে দিতে হবে, এটাই স্বাভাবিক। কখনো ভেবেছেন, বাংলাদেশের একজন বিখ্যাত মুসলিম ক্রিকেটার হটাৎ হিন্দু হয়ে গেলে তার অবস্থা কিহবে? এআর রহমান-র ঠিক উল্টো, তাইনা? হয়তো তৌহিদী জনতা তাকে দিপু দাসের মত পিটিয়েই মেরে ফেলবে!

বাংলাদেশের কেউ কেউ সুযোগ পেয়ে মাঠে নেমেছেন, তাদের বলছি, ভাই, আস্তে কথা ক’ন, ঢাকাইয়া ডায়লগ, ‘ঘোড়ায় শুনলে হাসবো’। ঢাকার বিনোদন জগতে ‘পূর্ণিমা সেন থেকে শুরু করে অপু বিশ্বাস পর্যন্ত সকল নায়িকাকে কিন্তু ধর্মান্তরিত হতে হয়েছে। ক্রিকেটার লিটন দাস বা নায়ক ইয়াশ (যশ) রোহন হিন্দু জানার পর জনতার রিয়্যাকশন দেখেছেন নিশ্চয়? এটা ঠিক ভারত এর শেকড়ে ফিরে যাচ্ছে। ইরান এর শিকড়ে ফিরে যেতে আন্দোলন করছে। মানুষ শিকড়ে ফিরবে সেটাই স্বাভাবিক। এআর রহমান, শাহরুখ খানদের ভাগ্য ভাল তাঁরা গণতান্ত্রিক ভারতে জন্মেছিলেন, তাই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, ওআইসি ভুক্ত কোন দেশে জন্মালে সেই সুযোগ পেতেন না? হিন্দু ভারত তাদের সবই দিয়েছে। ভারতবাসী তো নিশ্চয় এআর রহমান বা খানদের কাছে কিছুটা কৃতজ্ঞতা আশা করতেই পারে?

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test