অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে বাংলাদেশ: অর্জন, বৈষম্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ
ওয়াজেদুর রহমান কনক
বাংলাদেশ এসডিজি–৪, অর্থাৎ মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্জনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এই অগ্রগতির চরিত্র মূলত পরিমাণগত, গুণগত নয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় প্রবেশাধিকার ও অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ একটি শক্ত ভিত্তি তৈরি করতে পেরেছে, তবে শিক্ষার ধারাবাহিকতা, মান, সমতা এবং জীবনব্যাপী শিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত রূপান্তর এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। বিদ্যালয়ে ভর্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা সম্পন্ন করার হার কমে যাওয়া, শিক্ষার মান নিয়ে চলমান সমালোচনা এবং উচ্চশিক্ষা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বৈষম্য স্পষ্ট করে যে এসডিজি–৪ বাস্তবায়ন কেবল অবকাঠামো ও সংখ্যাগত সাফল্যের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। বরং শিক্ষা ব্যবস্থাকে সামাজিক ন্যায়বিচার, দক্ষতা উন্নয়ন ও মানবিক সক্ষমতা বৃদ্ধির একটি রূপান্তরমূলক প্রক্রিয়া হিসেবে পুনর্বিবেচনা করাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়।
টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের (Sustainable Development Goals—SDGs) মধ্যে শিক্ষা বিষয়ক লক্ষ্য বাংলাদেশ এসডিজি–৪, অর্থাৎ মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্জনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এই অগ্রগতির চরিত্র মূলত পরিমাণগত, গুণগত নয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় প্রবেশাধিকার ও অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ একটি শক্ত ভিত্তি তৈরি করতে পেরেছে, তবে শিক্ষার ধারাবাহিকতা, মান, সমতা এবং জীবনব্যাপী শিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত রূপান্তর এখনো অসম্পূর্ণ রয়ে ।
আজীবন শিক্ষার ধারণা SDG 4–কে ঐতিহ্যবাহী শিক্ষা লক্ষ্যমাত্রা থেকে আলাদা করে। শিক্ষা আর শৈশব বা কৈশোরে সীমাবদ্ধ নয়; এটি একটি চলমান প্রক্রিয়া, যা কর্মজীবন, নাগরিক অংশগ্রহণ ও ব্যক্তিগত আত্মোন্নয়নের সঙ্গে যুক্ত। প্রাপ্তবয়স্ক সাক্ষরতা, পুনঃদক্ষতা অর্জন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ডিজিটাল সক্ষমতা—এসবই আজীবন শিক্ষার কাঠামোর অংশ। এই দৃষ্টিভঙ্গি আধুনিক জ্ঞানভিত্তিক অর্থনীতি ও দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে এককালীন শিক্ষা আর যথেষ্ট নয়।
SDG 4–এর ইন্ডিকেটর কাঠামো মূলত বৈশ্বিক তুলনার জন্য তৈরি, যা একদিকে নীতিনির্ধারকদের জন্য সহায়ক হলেও অন্যদিকে স্থানীয় বাস্তবতার সঙ্গে একটি টানাপোড়েন সৃষ্টি করে। গ্লোবাল নর্থের মানদণ্ড দিয়ে গ্লোবাল সাউথের শিক্ষা ব্যবস্থাকে পরিমাপ করার প্রবণতা অনেক সময় উপনিবেশিক জ্ঞান কাঠামোর পুনরুৎপাদন ঘটায়। স্থানীয় ভাষা, সংস্কৃতি, অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা কিংবা কমিউনিটি–ভিত্তিক জ্ঞানের ধরন এই সূচক কাঠামোয় যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলে SDG 4–এর বৈশ্বিক রিপোর্টিং ব্যবস্থা নিজেই সমালোচনার বিষয় হয়ে ওঠে।
তবু SDG 4–এর তাৎপর্য অস্বীকার করা যায় না। এটি প্রথমবারের মতো শিক্ষা–কে বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার কেন্দ্রস্থলে নিয়ে এসেছে এবং শিক্ষাকে মানবাধিকারের ভাষায় পুনর্নির্ধারণ করেছে। একই সঙ্গে এটি গবেষক ও নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে—কীভাবে বৈশ্বিক লক্ষ্য ও স্থানীয় বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করা যায়। এই প্রশ্নের উত্তর অনুসন্ধানই SDG 4–সংক্রান্ত পিএইচডি পর্যায়ের গবেষণার মূল ক্ষেত্র, যেখানে শিক্ষা কেবল একটি লক্ষ্য নয়, বরং সমাজ রূপান্তরের একটি বৌদ্ধিক ও নৈতিক প্রকল্প হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ এসডিজি–৪, অর্থাৎ মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্জনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করলেও চ্যালেঞ্জ ও গুণগত উন্নয়নের বড় ধরনের ফাঁক এখনো রয়ে গেছে। দেশের সামগ্রিক অগ্রগতিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে শিক্ষা ব্যবস্থার বিস্তার ও অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে পৌঁছালেও শিক্ষার গভীরতা, ধারাবাহিকতা ও সমতার প্রশ্নে কাঙ্ক্ষিত রূপান্তর এখনো সম্পূর্ণ হয়নি।
বিভিন্ন সূত্র অনুযায়ী নেট এনরোলমেন্ট রেট ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে, যা শিশুদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি ও সামাজিক সচেতনতার একটি ইতিবাচক প্রতিফলন। তবে এই সাফল্যের আড়ালে একটি বড় কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে, যখন শিক্ষা সম্পন্ন করার হার বিশ্লেষণ করা হয়। প্রাথমিক স্তরে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৮২.৬ শতাংশ শিক্ষা সম্পন্ন করতে পারে, নিম্ন মাধ্যমিকে এই হার নেমে আসে ৬৪.৭ শতাংশে এবং উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছায় মাত্র ২৯.৪ শতাংশ। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে শিক্ষার প্রাথমিক প্রবেশাধিকার বাড়লেও উচ্চতর স্তরে শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করা এখনো বড় চ্যালেঞ্জ।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রশ্নে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে নারী ও শিশুদের ক্ষেত্রে প্রায় সমতা অর্জন করলেও উচ্চশিক্ষা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় লিঙ্গভিত্তিক ও আর্থ–সামাজিক বৈষম্য স্পষ্টভাবে বিদ্যমান। দারিদ্র্য, ভৌগোলিক অবস্থান, প্রতিবন্ধিতা এবং বিদ্যালয়ের ধরন—সরকারি ও বেসরকারি—এই সবকিছু শিক্ষার সুযোগ ও ফলাফলে বৈষম্য সৃষ্টি করছে। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের ফারাক, ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যম শিক্ষার মানগত ব্যবধান এবং শিক্ষার ব্যয়ের চাপ উচ্চশিক্ষায় প্রবেশাধিকারকে অসম করে তুলছে। ফলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখনও একটি কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবেই রয়ে গেছে।
জীবনব্যাপী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এসডিজি–৪–এর লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ কিছু সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করেছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি এবং নির্দিষ্ট স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প চালু করা হয়েছে।
সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশ এসডিজি–৪ অর্জনের পথে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রবেশাধিকার ও অংশগ্রহণের ক্ষেত্রে। তবে শিক্ষার গুণগত মান উন্নয়ন, উচ্চশিক্ষায় সমতা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য শক্তিশালী কাঠামো গড়ে তোলা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন, বৈষম্য হ্রাস এবং প্রযুক্তি ও দক্ষতা–সমন্বিত শিক্ষা ব্যবস্থার বিকাশই হবে এসডিজি–৪ বাস্তবায়নের মূল নির্ধারক।
লেখক: গণমাধ্যমকর্মী।
পাঠকের মতামত:
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে বাংলাদেশ: অর্জন, বৈষম্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ
- সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা, গ্রেপ্তার ১
- অপরাগতা প্রকাশ করায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর লুটপাট
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মুলা’ ঝুলিয়ে অভিনব প্রতিবাদ
- সিএসই বিভাগের প্রয়াত শিক্ষকের পরিবারের সদস্যদের হাতে পেনশনের চেক হস্তান্তর
- লৌহজংয়ে নির্বাচন কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- একই পরিবারের আটজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম, লুটপাট শেষে বাড়িঘর ভাঙচুর
- অবশেষে টাঙ্গাইলে আসছেন তারেক রহমান
- শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
- কাপাসিয়ার ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের হাতে জিম্মি ১৪ জেলের মুক্তি
- ইউনূস সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন : মোমিন মেহেদী
- ‘বাউল সংগীত এখন কঠিন সময় পার করছে’
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- মহম্মদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবকদের ভূমিকা শীর্ষক সেমিনার
- সন্ত্রাস বিরোধী মামলায় এলাকার ত্রাস অন্তর গ্রেফতার
- গোপালগঞ্জে পাসওয়ার্ড চুরি করে নিয়োগ জালিয়াতির অভিযোগ
- সালথায় নানা আয়োজনে চ্যানেল এস'র বর্ষপূর্তি উদযাপন
- নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
- গোপালগঞ্জের শ্রমিক নেতা বাসু হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
- স্ত্রীকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুখিয়ে রাখেন স্বামী
- গৌরনদীতে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আটক
- গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, গাঁজাসহ আটক ১
- ‘মুন্সীগঞ্জ-১ এর উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন’
- চাটমোহরে বিএনপির চার নেতাকে বহিষ্কার
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ধূমপায়ীরা প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
-1.gif)








