E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নকিয়া লুমিয়া ব্র্যান্ড প্রোমোটার নায়লা নাঈম

২০১৪ জুলাই ০২ ০১:২০:০০
নকিয়া লুমিয়া ব্র্যান্ড প্রোমোটার নায়লা নাঈম

বিনোদন ডেস্ক : বর্তমানে দেশের শোবিজ অঙ্গনে বেশ আলোচিত এক নাম নায়লা নাঈম। বেশ আলোচিত হবার কারণটা হচ্ছে, কাজের মাধ্যমে নায়লা শোবিজ অঙ্গনে যতটা না পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত ফেসবুকে নিজের খোলামেলা ছবি আপলোডের কারণে।

সময়ের আলোচিত এই তারকা সম্প্রতি জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার লুমিয়া সিরিজের বাংলাদেশে ব্র্যান্ড প্রোমোটার হয়েছেন।

নকিয়া বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান সেলুলার মোবাইল পিটিই লিমিটেড (সিএমপিএল) নায়লা নাঈমকে নকিয়ার জনপ্রিয় লুমিয়া সিরিজের ব্র্যান্ড প্রমোটার হিসেবে নির্বাচিত করেছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে নায়লা নাঈম এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটি সময় ছিল যখন বাংলাদেশে মোবাইল ফোন বলতে সবাই নকিয়া-কেই চিনত। আশেপাশে মোবাইল ফোন ব্যবহারকারীদের নিয়ে জরিপ চালালে দেখা যেত ১০ জনের ৯ জনই নকিয়া ব্যবহারকারী। অন্য ১০ জনের মতো আমার পরিবারের সবাই নকিয়া ব্যবহার করত এবং এই নকিয়ার হাত ধরেই আমার মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। আজ আমি নকিয়া লুমিয়া সিরিজের ব্র্যান্ড প্রোমোটার- যার অংশ হতে পেরে আমি গর্বিত, আমি ধন্য, আমি সত্যিই অনেক আনন্দিত।’

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের স্মার্টফোনের বাজারেও বর্তমানে নকিয়ার অবস্থান সেই আগের মতো শীর্ষে আর নেই। মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিমুখতাই নকিয়াকে স্মার্টফোনের বাজারে পেছনে ফেলে দিয়েছে। তবে নকিয়া নিজেদের হারানো ঐতিহ্য ফিরে নানা পদক্ষেপ নিচ্ছে। দেশের বাজারে সেটারই একটি অংশ হিসেবে সময়ের আলোচিত এই তারকাকে নিজেদের ব্র্যান্ড প্রোমোটার হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test