E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শুটিংয়ে ব্যস্ত পার্থ বড়ুয়া

২০১৪ জুলাই ০৬ ০৯:৫৯:৩৬
শুটিংয়ে ব্যস্ত পার্থ বড়ুয়া

বিনোদন ডেস্ক : বেশ ফুরফুরে সময় পার করছেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। বিশেষ করে ঈদ উপলক্ষে বরাবরই তার সময়টা ভালো কাটে। তবে এবার আরও একটু বেশি ভালো সময় কাটছে বলে জানা গেছে। নাটকের শুটিং আর নায়িকাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে গবেষণা করতে গিয়ে এরই মধ্যে সোলসের গান-বাজনা-রেকর্ডিং লাটে উঠেছে।

খবর আসছে, এই নিয়ে ব্যান্ড সদস্যদের মধ্যে চলছে মন কষাকষি। সে যাইহোক। পার্থ বড়ুয়ার সময়টা এখন খুব ভালো যাচ্ছে, এটাই বড় কথা। ভালো কাটবেনাইবা কেন? কারণ সপ্তাহে প্রায় ছদিনই তার সময় কাটে টিভি মিডিয়ার গ্যামারাস নায়িকাদের সঙ্গে। এই সপ্তাহে তারিন তো অন্য সপ্তাহে শখ। পরের সপ্তাহে সুমাইয়া শিমু তার পরের সপ্তাহে মৌটুসী বিশ্বাস। সব মিলিয়ে ঈদের আগের চলতি সময়টা দারুণ উচ্ছ্বলতায় কাটাচ্ছেন পার্থ। এরই মধ্যে শুটিং শেষ করেছেন প্রায় হাফ ডজন ঈদ নাটক-টেলিফিল্মের। এই হাফ ডজন নাটকের মধ্যে রয়েছে তারিনকে নিয়ে সাখাওয়াত হোসেন মানিকের ‘অপরাহ্ন’, মৌটুসী বিশ্বাসকে নিয়ে সেতু আরিফের ‘ঘুমতত্ত্ব’, শখকে নিয়ে এজাজ মুন্নার ‘বিন্দু আমি’, শশীকে নিয়ে আফজাল হোসেন মুন্নার টেলিফিল্ম ‘সেদিন দুজনে’, অপর্ণাকে নিয়ে ইমরাউল রাফাতের ‘রাব্বু ভাইয়ের বউ’ প্রভৃতি।

জানা গেছে এরই মধ্যে ঈদের জন্য আরও চারটি নাটকের শুটিং সিডিউল গুছাচ্ছেন পার্থ। এবং এই চারটি নাটকেও পার্থর বিপরীতে থাকছেন চলতি সময়ের গ্যামারাস টিভি নায়িকারা। কারণ, একই উত্সবে একই নায়িকার বিপরীতে একাধিক নাটকে আগ্রহী নন পার্থ। তার ভাষায়, একই উত্সবে একই জুটিকে বার বার ভিন্ন ভিন্ন গল্পে দেখলে মজা থাকে না। সে জন্যই আমি এই বিষয়ে সচেতন। এদিকে সাম্প্রতিক সময়ে পার্থর অভিনয় প্রীতি আর সোলসের প্রতি উদাসীনতার অভিযোগ প্রসঙ্গে পার্থ বলেন, আমিতো প্রফেশনাল অভিনেতা নই। বছরে দুই ঈদে টুকটাক অভিনয় করি। অথবা কাছের মানুষরা জোর-জবরদস্তি করে অভিনয় কারায় আমাকে। এ নিয়ে এত অঙ্ক করার কিছু নেই। আমি মিউজিশিয়ান। মিউজিকটাই করি মূলত। অভিনয়টা হচ্ছে টানা মিউজিক্যাল জার্নি শেষে খানিক বিশ্রামের মতো। পার্থ আরও বলেন, টানা মিউজিক করে যখন জীবনটা একঘেঁয়ে মনে হয় তখন নাটকের চিত্রনাট্য, শুটিং, সহশিল্পীদের সঙ্গে কিছু সময় কাটালে আবহাওয়াটা চেঞ্জ হয়। এ নিয়ে তুলকালাম কিংবা কানাকানির কিছু নেই।


(ওএস/এইচআর/জুলাই ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test