E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মীরাক্কেলে শাকিব খান

২০১৪ আগস্ট ০৭ ১২:০৩:১৬
মীরাক্কেলে শাকিব খান

 

বিনোদন ডেস্ক : জি বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৮’ অতিথি হিসেবে হাজির হচ্ছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। অনুষ্ঠানটিতে যোগ দিতে এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন তিনি। শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে যাবার আগে এ ব্যাপারে কোনো কথা বলেননি শাকিব। বরং অনেকটা নীরবেই সোমবার ঢাকা ছাড়েন শাকিব। মীরাক্কেলের শুটিংয়ের পাশাপাশি সুযোগ পেলে শাকিব সেখানে ডাক্তারও দেখাবেন বলে জানা গেছে।

সোমবার আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে জনপ্রিয় এ অনুষ্ঠানটির অষ্টম সিজনের। অনুষ্ঠানটিতে নিয়মিত বিচারক হিসেবে আছেন পরান বন্দ্যোপাধ্যয়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। এ অনুষ্ঠানেরই কোনো এক পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন শাকিব। অনুষ্ঠানে বাংলাদেশের দশজন প্রতিযোগী অংশ নিচ্ছে।

এদিকে, এবারের ঈদে শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো: দ্য সুপারস্টার’ মুক্তি পেয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিটি ভালো ব্যবসা করায় বেশ খোশমেজাজে আছেন তিনি।

সূত্র জানায়, কলকাতা থেকে ফিরে এসে শাকিব খান ছবির সফলতা উদযাপনে একটি বিশাল পার্টি দেবেন। সেই সঙ্গে ঘোষণা দেবেন নিজের প্রযোজিত দ্বিতীয় ছবির নাম। অন্য একটি সূত্রে জানা গেছে, শাকিব খান তার দ্বিতীয় ছবির পরিচালক হিসেবে ইফতেখার চৌধুরীকে চুক্তিবদ্ধ করেছেন। পার্টিতে পরিচালক ও শিল্পীদের নামও ঘোষণা করবেন তিনি।

(ওএস/এইচআর/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test