E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শুটিংয়ে আহত শ্রদ্ধা

২০১৪ আগস্ট ০৯ ১৬:৩৯:৫১
শুটিংয়ে আহত শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : নাচভিত্তিক সিনেমা এনি বডি ক্যান ড্যান্স (এবিসিডি) এর সিক্যুয়েলের শুটিংয়ে নাচতে গিয়ে পায়ের মাংসপেশীতে ভীষণ চোট পেয়েছেন আশিকি টু করে খ্যাতি পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

তাকে ২ সপ্তাহ বিছানায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনকি তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্রামের পাশাপাশি নিয়মিত ফিজিও থেরাপিও চালিয়ে যেতে হবে শ্রদ্ধাকে।

কোরিওগ্রাফার রেমো ডি সুজার পরিচালনায় ছবিটিতে প্রধান নারী চরিত্রে কাজ করছেন শক্তি কাপুর-তনয়া শ্রদ্ধা। তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান।

এবিসিডি টু ছবির সেটে শ্রদ্ধা-বরুণকে শিখতে হয়েছে নাচের নতুন এবং কঠিন বহু মুদ্রা। এদের মধ্যে কোনো একটি মুদ্রামতো নাচতে গিয়ে পায়ের মাংসপেশীতে গুরুতর আঘাত পান তিনি।

শ্রদ্ধা বলেন, নাচের রিহার্সেলে আমার আরও সতর্ক থাকা উচিত ছিলো। এ ক্ষেত্রে জরুরি বিষয় হচ্ছে শরীরকে বোঝা, কারণ আপনি কতটুকু চাপ প্রয়োগ করতে পারবেন সেটা জানা থাকতে হবে। আমি নাচতে ভালোবাসি। আপনারা দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যেতে পারি।

শ্রদ্ধার কারণে আপাতত বন্ধ রয়েছে ছবিটির চিত্রায়ণ। বিশ্রাম শেষে শ্রদ্ধা ফিরলে আবারও শুরু হবে ছবিটির শুটিং।

(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test