E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পরকীয়ায় লন্ডভন্ড দুই তারকার সংসার!

২০১৪ আগস্ট ১০ ১৮:১০:৫৫
পরকীয়ায় লন্ডভন্ড দুই তারকার সংসার!

বিনোদন ডেস্ক : হৃতিক-সুজানার বিবাহবিচ্ছেদ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তাদের এ বিচ্ছেদের আসল কারণ অর্জুন রামপাল। অর্জুনের কারণেই যে হৃতিক-সুজানার সংসার লন্ডভন্ড হয়েছে-এ ধারণা এখন মোটেও উড়িয়ে দেওয়ার মতো নয়। আর তা প্রমাণও করেছেন অর্জুনের স্ত্রী মেহের। এখন হৃতিক-সুজানের পাশাপাশি অর্জুন-মেহেরের দীর্ঘদিনের বৈবাহিক জীবন বিচ্ছেদের পথে রয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক অভিষেক কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অর্জুন রামপাল ও তার স্ত্রী মেহের। হৃতিকের স্ত্রী সুজানাও ছিলেন ওই অনুষ্ঠানে। রাত সোয়া ১২টার দিকে অর্জুন ও মেহেরকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখা গেলেও পার্টি থেকে আচমকা একাই বেরিয়ে যেতে দেখা যায় মেহেরকে। এ সময় যথেষ্ট বিষণ্ণ ছিলেন মেহের।

আরো জানা যায়, রাত আড়াইটা নাগাদ চোখে জল নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসেন মেহের। এ সময় চোখের জল লুকোতে শেষ চেষ্টা করলেও শেষ পর্যন্ত মিডিয়ার চোখ এড়ায়নি। এর এক ঘণ্টা পর সুজানা পার্টি থেকে বেরিয়ে যান। সুজানা বের হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে অর্জুনও বেরিয়ে আসেন।

এ সূত্র আরো জানা জানায়, অর্জুন ও সুজানের ঘনিষ্ঠতাই হৃতিক-সুজানের বিবাহবিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। একই কারণেই হয়তো অর্জুন ও মেহেরের বৈবাহিক জীবনে ব্যবধান তৈরী হয়েছে। এখন হয়তো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

(ওএস/এটিআর/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test