E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নাটকে জুটিবদ্ধ জাহিদ হাসান-রাজী

২০১৪ আগস্ট ১১ ১০:৫৫:৫১
নাটকে জুটিবদ্ধ জাহিদ হাসান-রাজী

বিনোদন ডেস্ক : নাট্যাঙ্গনে নির্দেশক-নাট্যকার জুটি হিসেবে বেশ ভালো একটি পরিচিতি গড়ে উঠেছে শামীম জামান ও জাকির হোসেন উজ্জ্বলের। এই জুটির টেলিফিল্ম ‘ছেড়াপাল’ গত শুক্রবার ঈদে প্রচার হবার পর এর গল্প ও নির্দেশনা ব্যাপক প্রশংসিত হয়। শামীম জামানের কথায় বহুদিন পর তিনি নির্দেশনার জন্য ব্যাপক প্রশংসিত হলেন। এবার আবারো জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ও শামীম জামানের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’।

নাটকে প্রায় দুই বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন মডেল কাম অভিনেত্রী রাজী আলী। অস্ট্রেলিয়ার সিডনিতে হেয়ার ড্রেসিং ও বিউটি বিষয়ে পড়াশোনা করছেন বিধায় দেশে থাকা হয় না বলে নিয়মিত কাজও করা হয়ে ওঠে না রাজীর। এবার দেশে ফেরার পর জাহিদ হাসানের বিপরীতে কাজ করার সুযোগ পেলেন রাজী আলী। ‘হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ নাটকে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন জাহিদ হাসান ও রাজী আলী। পরিচালক শামীম জামানও অভিনয় করছেন এ নাটকে। বর্তমানে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়িতে নাটকটির শুটিং চলছে।

নাটকটি প্রযোজনা করছে শামীম জামানের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘শরত্ টেলিফিল্ম’। জাহিদ হাসান বলেন, ‘মডেল হিসেবে রাজী বেশ চমত্কার। অভিনয়েও বেশ ভালো। যদি রাজী ধারাবাহিকভাবে অভিনয়েও কাজ করতেন তবে এখানে তার বেশ ভালো ভবিষ্যত্ হতে পারতো।’ রাজী বলেন, ‘এটা কত বড় সৌভাগ্য আমার যে আমি জাহিদ হাসানের মতো অনেক বড় মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করছি। সত্যিই আমি পরিচালক শামীম জামানের প্রতি কৃতজ্ঞ।’ পরিচালক শামীম জামান বলেন, ‘সত্যিকার অর্থেই একজন প্রবাসী মডেল কাম অভিনেত্রীর প্রয়োজন ছিল আমার নাটকের গল্পে। তাই রাজীকে নিয়েই কাজটি করছি।’ কোরবানির ঈদে নাটকটি এসএটিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক-অভিনেতা শামীম জামান। রাজী আলী ২০০৬ সালের ইউ গট দ্যা লুক’-এ ‘মোস্ট পপুলার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছিলেন। তার প্রথম বিজ্ঞাপন ছিল অমিতাভ রেজার নিদের্শনায় ‘সোহাগ পরিবহন’। এরপর থেকে তিনি এখন পর্যন্ত ১৪টি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত প্রথম নাটক ছিল মনির হোসেনের ধারাবাহিক ‘দুই দুগুনে চার’।

এদিকে জাহিদ হাসান প্রথম শামীম জামানের নির্দেশনায় কাজ করেন ‘উকিল জামাই’ নাটকে। গত ঈদে আরটিভিতে প্রচার হয় তারই নির্দেশনায় নির্মিত জাহিদ হাসান অভিনীত ‘বউ পাগল’ নাটকটি। এছাড়া প্রচারের অপেক্ষায় আছে ‘আতা তোতা’ নাটকটি।

(ওএস/এইচআর/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test