E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফ্রান্সের সংবাদ মাধ্যমে ‘ম্যান অফ দ্য ডে’ উপাধি পেলেন শাহরুখ

২০২৩ জানুয়ারি ২৯ ১৪:০৭:৫৯
ফ্রান্সের সংবাদ মাধ্যমে ‘ম্যান অফ দ্য ডে’ উপাধি পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ সিনেমা দিয়ে স্বরূপে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার ভক্ত-অনুরাগীরা মনে করছেন তিনি যেন আগের চেয়েও বেশি শক্তিতে ফিরেছেন। কেউ কেউ বলছেন এ যেন কিং খানের ‘বাদশাহী’ কাম ব্যাক।

দীর্ঘ ৪ বছর ধরে রূপালি পর্দা যে সুপারস্টারকে মিস করছিল, তিনি ফিরেই ঝড় তুলেছেন বক্স অফিসে। ভক্তদের মনের এতদিনের শূন্যতা দূর করে দিয়েছেন বাদশা। এরই মধ্যে শাহরুখ খানের ‘পাঠান’ ভেঙেছে একাধিক রেকর্ড, তৈরি করেছে নতুন মাইলফলক। শুধুমাত্র অনুরাগীদের থেকেই নয়, চলচ্চিত্র দুনিয়াও তার প্রশংসায় মুখর।

শাহরুখ বন্দনায় শুধু ভারতই মগ্ন নয়, ‘পাঠান’ সিনেমার কারণে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি এক ফরাসি খবরের চ্যানেলে এই সিনেমা সম্পর্কিত প্রতিবেদন দেখানোই এর প্রমাণ। ‘ইন্ডিয়ান টাইমস’-এর সংবাদে এমনটাই জানা গেছে। এসআরকে-র ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানকে নিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে ফরাসি এক খবরের চ্যানেলে। তাকে ‘ম্যান অফ দ্য ডে’ উপাধি দেওয়া হয়েছে।

‘লে ১২৪৫’ নামক অনুষ্ঠানে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি হয় এবং আলোচনার বিষয় রাখা হয়, বিশ্বজুড়ে খ্যাত শাহরুখের স্টারডম, তার সিনেমা ‘পাঠান’, এবং তার প্রতি অনুরাগীদের ভালোবাসা-সম্ভ্রম। এই ভিডিও ক্লিপ শেয়ার করে ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর পক্ষে লেখা হয়, ‘ম্যান অফ দ্য ডে - শাহরুখ খান’। এভাবে কিং খানকে নিয়ে যেন ক্রমেই আলোচনার ঝড় উঠছে।

(ওএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test