E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আবারও মঞ্চে আসছে ‘টিনের তলোয়ার’

২০২৪ অক্টোবর ২৮ ১৪:১২:০৩
আবারও মঞ্চে আসছে ‘টিনের তলোয়ার’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর। পথচলার শুরু থেকেই দলটি সাফল্যের সঙ্গে বেশ কিছু নাটক মঞ্চস্থ করে প্রশংসিত হয়েছে। দলটির জনপ্রিয় একটি নাটক ‘টিনের তলোয়ার’। এরইমধ্যে ব্যতিক্রমী গল্প ও মনকে নাড়া দেয়া সংলাপের জন্য নজর কেড়েছে দর্শক ও সমালোচকদের।

নাটকটি আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’। নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা, নির্দেশক ও নাট্যকার অনন্ত হিরা।

‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয়ও করছেন অনন্ত হিরা। তার সঙ্গে দেখা যাবে আউয়াল রেজা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলামকে।

‘টিনের তলোয়ার’ নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ব্যবস্থাপনায় আছেন ঠাণ্ডু রায়হান, সংগীত করেছেন শিশির রহমান, পোশাকসজ্জার দায়িত্বে আছেন নূনা আফরোজ ও পোস্টার তৈরি করেছেন চারু পিন্টু।

(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test