E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাবিব মোস্তফার সুরে শফি মণ্ডলের নতুন গান

২০২৫ জানুয়ারি ২০ ১২:২১:৩৪
হাবিব মোস্তফার সুরে শফি মণ্ডলের নতুন গান

বিনোদন ডেস্ক : আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মণ্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন। ‘পিতার মগজ, মায়ের জঠর, ফুটাইলো ফুল অনুরাগে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায় শেষের ভাগে’ কথামালায় ‘ঠিকানা’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন সাধক গীতিকবি ও গবেষক শাকির দেওয়ান এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সঙ্গীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ।
নতুন বছর উপলক্ষ্যে ‘গানচিল ফোক’ - এর ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

গানটির গীতিকার শাকির দেওয়ান বলেন, দিবসের চার প্রহরের মতো মানুষের জীবনচক্রও চারভাগে বিভক্ত। বস্তুবাদী ভাবনা মাওলার নৈকট্য লাভের সাধনা থেকে আমাদের দূরে রাখে। সাধন বিমুখ হয়ে আমরা জীবনের মূল লক্ষ্য থেকে ছিটকে পড়ি। এই ভাব-ভাবনাই ‘ঠিকানা’ গানের প্রেরণা।

গানটি সম্পর্কে শফি মণ্ডল বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তারই পরম্পরায় শাকির দেওয়ানের লেখা ‘ঠিকানা’ গানটি করলাম। হাবিব মোস্তফার করা সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, শফি মণ্ডল বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী। তার দরদি কণ্ঠে আমার সুর করা কোনো গান গীত হয়েছে- বিষয়টি ভাবতেই মনে একটি ভালোলাগা কাজ করছে। অণু মোস্তাফিজ ভাইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি সঙ্গীতায়োজন করে গানটির সৌন্দর্য বাড়ানোর জন্য। আশা করছি, বরাবরের মত শফি মণ্ডলের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test