E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চার বছর পর মুক্তি পাচ্ছে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’

২০২৫ জানুয়ারি ২৯ ১৫:২৭:৩০
চার বছর পর মুক্তি পাচ্ছে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় জুটিবেঁধে কাজ করলেও এই প্রথম বড় পর্দায় দেখা যাবে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলাকে। মুক্তি পেতে যাচ্ছে তাদের ‘জলে জ্বলে তারা’ সিনেমা। এটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায়। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। করোনাকালীন সেই সময়ে মাত্র তিন সপ্তাহেই শুটিং শেষ হয়।

এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নানা কারণে তা বাতিল হয়ে যায়। গত বছরও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল। কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। নাঈম বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test