E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বুয়েটের কনসার্ট থেকে বাদ নিয়ে যা বললেন ন্যান্সি

২০২৫ এপ্রিল ৩০ ১৯:৫৮:৩৪
বুয়েটের কনসার্ট থেকে বাদ নিয়ে যা বললেন ন্যান্সি

বিনোদন ডেস্ক : কথা ছিল আজ বুয়েট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কিন্তু রাজনৈতিক মতাদর্শের কারণে মঙ্গলবার (২৯ এপ্রিল) তাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়। এমন অভিযোগ তুলেছেন শিল্পী নিজেই। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

ন্যান্সি লিখেছেন, আজ সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি, শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজক (সংগত কারণেই তার নাম বলছি না) হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমায় যা জানিয়েছেন, সেটা হুবহু তুলে ধরা হলো–

‘আজ হঠাৎ বুয়েট ক্লাবে আসতে বললেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই। এসে শুনি, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। …কালকের প্রোগ্রামে কোনো ‘রাজনৈতিক শিল্পী’ এলে বিপরীত সমর্থকরা প্রোগ্রাম বয়কট করবে। ক্যান্ডিডেট ভাই তাই এটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন! আমিও ভীষণ দুঃখিত।’

তিনি আরও লিখেছেন, বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে? যাই হোক, নিয়ম অনুযায়ী পুরো সম্মানি আমার বাসায় পাঠিয়ে দেবেন।

সবশেষে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী লিখেছেন, অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’। আপনারা পারেনও বটে!

(ওএস/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test