E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমি যুদ্ধের বিরুদ্ধে’

২০২৫ মে ০৮ ১৫:০৬:২৩
‘আমি যুদ্ধের বিরুদ্ধে’

বিনোদন ডেস্ক : যৌনতা হোক বা রাজনীতি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় থাকেন ভারতীয় গায়ক কবীর সুমন। সামাজিকমাধ্যমে আন্তর্জাতিক মহল নিয়েও কথা বলতেও দেখা যায় তাকে।

বাংলাদেশের কোটা আন্দোলন নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন তিনি।

এবার ভারতীয় নাগরিক হয়েও অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই গায়ক। এক সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। সে যুদ্ধ যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধ বিরোধী ব্যক্তি। আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।

প্রশ্ন ছুড়ে দিয়ে কবীর সুমন বলেন, এই দেশ যখন ভাগ হয়েছিল আমার অনুমতি নিয়েছিল কেউ? দেশের কোনো মানুষের অনুমতি নিয়েছিল কেউ? দেশের নেতারা কোনো জনগণের অনুমতি নিয়েছিল? আমি উপমহাদেশের নাগরিক! কীসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল? আমি ১৯৪৯ সালে জন্মেছিলাম। আমি কোথায় জন্মালাম? তখন তো আমার কোনো ব্যক্তিগত পছন্দ ছিল না! আমি তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানবপ্রেম নেই। মানুষের জন্য প্রেম নেই, প্রাণীদের জন্য প্রেম নেই।

এরপর কবীর সুমন আরও বলেন, একবার ভেবে দেখুন বন্ধু, একটা যুদ্ধ হচ্ছে অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে যারা এই পৃথিবীর কোনও ক্ষতি করেনি। কতগুলো গাছ বিনা দোষেই পুড়ে মরে যাচ্ছে। আজ অবধি গাছ ধ্বংস নিয়ে কোনও নেতার কোন মাথাব্যথা নেই। আর যারা দেশপ্রেম দেখাচ্ছেন, তারা পরিবেশের এই সুবিশাল ক্ষতি নিয়ে কোনরকম তোয়াক্কা করছে না। এই নিয়ে কারও কোনো হেলদোল নেই।

অপারেশন সিঁদুর নিয়েও তিনি ক্ষুব্ধ। এই গায়ক বলেন, সিঁদুর দেখাচ্ছে? কীসের ‘অপারেশন সিঁদুর! আর বেশি বলতে চাই না। আমার মুখ দিয়ে এবার খারাপ খারাপ কথা বেরোবে! আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই ‘দেশপ্রেমের’ বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে।

যে মতবাদ যুদ্ধ ঘটায় তা নিয়ে ধিক্কার জানিয়ে কবীর সুমন বলেন, যে ধর্মের নামে যুদ্ধ হয় আমি সেই ধর্মকে স্বীকার করি না। সেই ধর্মকে আমি ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটায় আমি তাকে ধিক্কার জানাই।
(ওএস/এএস/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test