E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বাংলাদেশের গান পেলে আগ্রহ নিয়ে করি’

২০২৫ মে ১৯ ১৪:০২:৪৮
‘বাংলাদেশের গান পেলে আগ্রহ নিয়ে করি’

বিনোদন ডেস্ক : দুই বাংলার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ভারতের রূপঙ্কর বাগচী। বাংলাদেশে তার গানের অসামান্য জনপ্রিয়তা থাকলেও খুব বেশি গান করা হয়নি এখানে। মূলত সেই অভাব মাথায় রেখে সম্প্রতি আজব রেকর্ডস প্রকাশ করেছে রূপঙ্করের নতুন গান। নাম ‘কেমন আছো তুমি’।

মাহমুদ মানজুরের গীতিকবিতায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গানটির কথাগুলো এমন- কেমন আছো তুমি/ নিয়েছো কি খোঁজ/ কেমন আছো তুমি/ ভাবি আজও রোজ/ বিশ্বাস হবে না জানি/ ভালোবাসা নয় এতো সহজ/ এতো যে ভালোবাসাবাসি/ সবটুকু আজ হয়ে গেছে নিখোঁজ...।

গানটি প্রসঙ্গে গীতিকবি মাহমুদ মানজুর বলেন, রূপঙ্করের কণ্ঠ নিয়ে বলার অপেক্ষা রাখে না। তিনি বাংলা গানের জন্য অসম্ভব দরকারি একজন শিল্পী। খুবই সুন্দর একটা গান হয়েছে আমাদের। এটি অনেক আগেই তৈরি করেছি আমরা। তবে সেটি সবার কাছে পৌঁছাতে খানিক বিলম্ব হলো। আশা করছি, শ্রোতারা মুগ্ধ হবে গানটি শুনে। তবেই সার্থক।

এদিকে রূপঙ্কর বলেছেন, বাংলাদেশের গান পেলে আগ্রহ নিয়ে করি। আগেও কিছু কাজ করেছি। এই গানটির কথা, সুর ও সংগীত বেশ লেগেছে। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

সুরকার জয় শাহরিয়ার বলেন, গানটির মধ্যে খোঁজ ও নিখোঁজ, দুটো বিষয় জড়িয়ে আছে। এতে অতীত যেমন আছে, রয়েছে বর্তমানও। রূপঙ্কর আমার অসম্ভব পছন্দের একজন কণ্ঠশিল্পী। মাহমুদ মানজুরও আমার বেশ পছন্দের একজন গীতিকবি ও সাংবাদিক। সব মিলিয়ে দারুণ একটা গান হলো আমাদের। আশা করছি, সবার শুনে ভালো লাগবে। ’

বলা দরকার, রূপঙ্কর বাগচী ছাড়াও মাহমুদ মানজুরের কথায় এর আগে গান গেয়েছেন ভারতের শিলাজিৎ, পলক মুচ্ছাল, শুভমিতা প্রমুখ।

(ওএস/এএস/মে ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test