E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেলবোর্নে ঢাকার ‘আলী’

২০২৫ জুলাই ১২ ১৩:৫৪:০৫
মেলবোর্নে ঢাকার ‘আলী’

বিনোদন ডেস্ক : মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের মাধ্যমে চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।

মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর শুক্রবার (১১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আদনান আল রাজীব লেখেন, কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ‘আলী’কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আলীর অন্যতম প্রযোজক তানভীর হোসেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ৮ আগস্ট মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসিএমআই টুতে দেখানো হবে শর্টফিল্মটি। এরপর ১৮ আগস্ট স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কিনো ওয়ানে এর আরেকটি প্রদর্শনী হবে।

১৫ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায়। কিন্তু সে নারী কণ্ঠে গাইতে পারে।

আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো।

কানের অফিসিয়াল সিলেকশনে শর্টফিল্ম বিভাগে ‘আলী’র মাধ্যমে জায়গা করে নেয় বাংলাদেশ। ২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে ফিপরেসি পুরস্কার জিতেছে।

(ওএস/এএস/জুলাই ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test