E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬৫০ জন স্টান্ট শিল্পীর দায়িত্ব নিলেন অক্ষয় কুমার

২০২৫ জুলাই ১৯ ১৫:৪৯:২৫
৬৫০ জন স্টান্ট শিল্পীর দায়িত্ব নিলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি তামিল সিনেমার শুটিংয়ে স্টান্টম্যান রাজুর মর্মান্তিক মৃত্যু আলোড়ন তোলে পুরো চলচ্চিত্র জগতে। সেই সিনেমায় অভিনয় করছিলেন দক্ষিণী তারকা আর্য।

এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করে স্টান্টম্যানদের নিরাপত্তা কতটা নিশ্চিত? ঝুঁকিপূর্ণ কাজ করেও তারা কি পান ন্যায্য সুরক্ষা?

এই সংকটের সময়ে তাদের জন্য এগিয়ে এলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ভারতজুড়ে প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের জন্য গড়ে তুললেন স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা ব্যবস্থা।

বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার বিক্রম দহিয়া জানিয়েছেন, অক্ষয়ের উদ্যোগে এখন থেকে যে কোনও স্টান্টম্যান শুটিং সেটে বা সেটের বাইরে দুর্ঘটনার শিকার হলে পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা।

‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’র মতো সিনেমাতে কাজ করা বিক্রম আরও বলেন, এতদিন এই মানুষগুলো ছিল অন্ধকারে। ঝুঁকি ছিল তাদের পেশার অঙ্গ। কিন্তু সুরক্ষা ছিল না। অক্ষয় স্যরের এই উদ্যোগ তাদের জীবনে আশার আলো।

বহুদিন ধরেই অভিযোগ ছিল, স্টান্টম্যানরা কঠিন দৃশ্যে প্রাণপণ লড়াই করলেও প্রাপ্য সুরক্ষা পান না। গুরুতর আহত হলেও অনেক সময়ই চিকিৎসা পান না, মৃত্যুর পর পরিবার পড়ে বিপদে। সেই অভাব মেটাতেই এই পদক্ষেপ নিয়েছেন অক্ষয়।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test