E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশটা কারো বাপের সম্পত্তি না’

২০২৫ জুলাই ২৮ ১৪:১৫:৩৭
‘দেশটা কারো বাপের সম্পত্তি না’

বিনোদন ডেস্ক : অভিনয় কমিয়ে দিলেও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। যেখানে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী।

জুলাই আন্দোলনে পতিত সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে।

এরপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এ অভিনেত্রী। অনিয়ম, নৈরাজ্যে কখনো কখনো ক্ষোভ প্রকাশও করতে দেখা গেছে। সম্প্রতি আবারও প্রতিবাদের সুর দেখা গেল ফারিয়ার লেখনীতে।

রবিবার (২৭ জুলাই) মএকটি পোস্ট করেছেন ফারিয়া। যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি। যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া।

পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।

ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল। অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক। ’

কেউ লেখেন, ‘খোঁজ নিলে দেখা যাবে এখানে অনেক যদি কিন্তু আছে, কারণ বাংলাদেশে এমন অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এগুলো খাবার মেন্যুতে আছে। ইভেন আমাদের অনেক ফুড ব্লগার গিয়ে এগুলো প্রোমোট ও করছে। সে যাই হোক শুধুমাত্র এই কারণে রেস্টুরেন্ট তুলে দিচ্ছে, এ আমার বিশ্বাস ই হচ্ছে না। ’

(ওএস/এএস/জুলাই ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test