E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন না শাকিব

২০২৫ জুলাই ৩০ ১৬:৪৪:২৪
কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন না শাকিব

বিনোদন ডেস্ক : ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত নতুন একটি সিনেমায় ‍চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যে সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সিনেমাটি ঢাকার নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে। আর চরিত্রটিতে দেখা যাবে শাকিবকেই।

এমন খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কালা জাহাঙ্গীরের মতো একটি নেগেটিভ চরিত্রে নায়ক শাকিব কেন অভিনয় করছেন সে নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।

তবে খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা এই গুজবটিকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, শাকিব তাদের সিনেমায় যে চরিত্রে অভিনয় করবেন সেটি কালা জাহাঙ্গীরের নয়।

প্রযোজক জানান, ‘আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়। এটি ৯০-এর দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়া একটি কাহিনি। যেখানে থাকবে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন ও পারিবারিক ড্রামা-সবকিছুর সংমিশ্রণ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ কিংবা পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে এই সিনেমা কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক।’

এছাড়াও প্রযোজক অনুরোধ করেন, ‘অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো সূত্রের তথ্যে বিভ্রান্ত হবেন না। গুলিস্তান থেকে গুলশান- সব শ্রেণির দর্শককে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হচ্ছে।’

বলা দররকার, এর আগে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে মোশাররফ করিম ও শরিফুল রাজ থাকবেন বলেও জানিয়েছিলেন। রাজধানী মগবাজারে সিনেমাটি নিয়ে প্রাথমিক সংবাদ সম্মেলনও করেন। এরপর বছর খানেক নিরব থেকে শাকিব খানকে নিয়ে নতুন করে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। শাকিবকে চুক্তিবদ্ধও করেন।

তখন থেকেই আলোচনা চলছিল কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে ‘ওয়ান্স আপন টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটির জন্যই তিনি চুক্তিবদ্ধ করেছেন শাকিব খানকে। সিনেমার টিমের বরাতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। তবে নতুন করে সিনেমার নাম প্রকাশ হয়নি। এবার পরিচালক স্পষ্ট করে জানালেন, এই সিনেমায় কালা জাহাঙ্গীর প্রাসঙ্গিক নন।

তিনি আরও জানান, আগস্টে তার সিনেমার নাম প্রকাশ হবে। থাকবে চমকও। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমার চিত্রনাট্য করেছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন। নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে শাকিব খানের বিপরীতে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test