E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

২০২৫ আগস্ট ০২ ১২:৫২:৫৯
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এর আসরে বাজিমাত করলেন কিং খান। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় নানা বক্স অফিস সাফল্য, ফ্যানদের ভালোবাসা, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হতে যাচ্ছেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান।

চলতি বছর তার অভিনীত অ্যাকশন থ্রিলার ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরুখ। এই পুরস্কার তিনি ভাগ করে নিয়েছেন আরেক প্রশংসিত অভিনেতা বিক্রান্ত মাসের সঙ্গে। বিক্রান্ত ‘টুয়েলভথ ফেইল' ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'জওয়ান' ছবিতে শাহরুখকে একাধিক লুকে দেখা গিয়েছে। চরিত্রের গভীরতা, সংলাপের আবেগ, একশন দৃশ্য ও সামাজিক বার্তা সব মিলিয়ে সিনেমাটি দর্শক ও সমালোচক, দুই মহলে প্রশংসা কুড়ায়। পরিচালক অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখের অভিনয়কৌশলকে 'আধুনিক বলিউডের নতুন সংজ্ঞা' বলেও অভিহিত করেছেন অনেকে।

এই বছর জাতীয় পুরস্কারের তালিকায় একাধিক চমক রয়েছে। শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রানী মুখার্জি। তাঁর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য তিনি পুরস্কৃত হচ্ছেন।

শ্রেষ্ঠ বাংলা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’।

শ্রেষ্ঠ গায়িকা শিল্পা রাও, ‘জওয়ান’ ছবির গান গাওয়ার জন্য এই সম্মান অর্জন করেছেন।

শ্রেষ্ঠ ফিল্ম ক্রিটিক হিসেবে সম্মানিত হয়েছেন উৎপল দত্ত।

পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ লেখেন, 'এই সম্মান আমার ৩৫ বছরের পরিশ্রমের স্বীকৃতি। আমি আমার দর্শকদের, সহকর্মীদের, এবং পরিবারকে ধন্যবাদ জানাই যারা সবসময় আমার পাশে থেকেছেন।'

শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়া তার অগণিত ভক্তদের জন্য বয়ে এনেছে বিরাট আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাদের প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test