E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কানাডায় ‘নয়া মানুষ’

২০২৫ আগস্ট ১৩ ১৫:৫১:১৯
কানাডায় ‘নয়া মানুষ’

বিনোদন ডেস্ক : গত বছরের ৬ ডিসেম্বর মুক্তি পায় সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার জায়গা করে নিয়েছে টরেন্ট ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরেন্ট মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে।

চলতি বছর উৎসবটি ৫ দিনব্যাপী চলবে। এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২৪ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র নিয়ে। এর মধ্যে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক সোহেল রানা বয়াতি।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘‘নয়া মানুষ’ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে তা দেখানোর চেষ্টা করেছি। এ আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে।’

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদ প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test