E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুক্তরাষ্ট্রে লড়বে বাংলাদেশের ‘লোক’ 

২০২৫ আগস্ট ২৮ ০০:১৩:৩৯
যুক্তরাষ্ট্রে লড়বে বাংলাদেশের ‘লোক’ 

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টে ফ্ল্যাগশীপ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ লড়বে বাংলাদেশের ‘লোক’। পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশকিছু শর্টফিল্ম বানালেও কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম যাচ্ছে তার নির্মাণ।

এই নির্মাতা বলেন, লোক একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মটি তুলে ধরতে। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। টিমের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।

তিনি আরও যোগ করেন, যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।

‘লোক’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ যে তিনি এমন একটা চরিত্রে জন্য আমাকে ভেবেছেন। কাজটা করার সময় চিন্তা করিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের তেমন গর্বেরও বটে।

এতে আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।

কিছু তরুণ গত বছর অল্প পরিসরে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল। নিজেদের নাম দেন এফএনএফ। বন্ধু-বান্ধবকে ক্যামেরার আগে-পিছে নিয়ে একে একে তৈরি করলো ১০টা শর্ট ফিল্ম। সেই শর্ট ফিল্মগুলোর একটা হলো ‘লোক’।

সাভারের একটি এলাকায় ‘লোক’র শুটিং করা হয়েছে। এই শর্টফিল্মটি এক্সিকিউটিভ প্রডিউসিং ও এডিটিং করেছেন কনক খন্দকার। সিনেমাটোগ্রাফি করেছেন রাফি উদ্দিন। মিউজিক কম্পোজ করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম করেছেন নাবিলা ইলিয়াছ তারিন এবং আর্ট করেছেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য। সার্বিক সহযোগিতায় ছিল এফএনএফ টিমের অন্যান্যরা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বেশ জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব এটি। বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমা-র জন্য। আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বসতে এই ফেস্টের ২০তম আসর। ২০০৫ সাল থেকে প্রতি বছর অস্টিন, টেক্সাস-এ অনুষ্ঠিত হয়ে আসছে উৎসবটি।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০২৫)


পাঠকের মতামত:

২৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test