E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

২০২৫ আগস্ট ৩০ ১৫:৪২:৫৯
‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নামেন এ সংগীতশিল্পী।

৫ আগস্টের পর নতুন সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি।

এমনকি সে সময় আসিফ জানিয়েছিলেন তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন। বর্তমানে সেই ভূমিকায় দেখাও যাচ্ছে তাকে। অন্যায় দেখলে প্রতিবাদ জানাতে দেখা যায় এ গায়ককে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। গায়ক আসিফ আকবরও পোস্ট করলেন রাজনীতিকে কেন্দ্র করে।

শনিবার (৩০ আগস্ট) ফেসবুকে এক পোস্টে রাজনৈতিক দলের নেতাদের নির্লজ্জতার কথা উল্লেখ করেন তিনি। নিজের পোস্টে আসিফ লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই। ’

পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই পোস্টটি করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সেই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও তার পোস্টে মন্তব্য করে তাকে দায়িত্ব ঠিকঠাক পালনের আহ্বান জানান।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test