E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভালো চরিত্রের জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতে চাই’

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৩:৫২:৩৫
‘ভালো চরিত্রের জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতে চাই’

বিনোদন ডেস্ক : এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের অভিনয় ক্যারিয়ারের এক যুগ পূর্ণ হলো সম্প্রতি। অথচ এখনো বেশ কিছু ক্ষেত্রে অভ্যস্ততা তৈরি করতে পারেননি তিনি।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৬ষ্ঠ পর্বে এবার অতিথি হয়ে আসছেন তিনি। এই পর্বে সাফা কবির বলেছেন, এখনো কোনো অ্যাওয়ার্ড শো’তে যাবার আগে জ্বর আসে তার। এত বড় আয়োজন, এত তারকার সমাবেশ, তারকারা সবাই সর্বোচ্চ সুসজ্জিত হয়ে আসেন, অজস্র ক্যামেরার ঝলকানি-সব মিলিয়ে পুরো ব্যাপারটি সাফার ভেতর চাপা উত্তেজনা তৈরি করে।

পডকাস্ট শো’তে সাফা কবির আরো বলেছেন, অভিনয়ে এখন আগের থেকে সিরিয়াস হবার পরও মনের মত স্ক্রিপ্ট বা কনটেন্ট পাওয়া যায় না খুব সহজে। সুযোগ পেলে বড় পর্দায়ও এখন সিনেমা করতে চান সাফা কবির। তবে তার জন্য মনের মত গল্প, চরিত্র খুঁজছেন তিনি।

সাফা কবির বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রেই অডিশন প্রথা প্রচলন নেই। হয়তো দেশের বাইরে বড় বড় ইন্ডাস্ট্রিতে এখনো অনেক বড় তারকারাও অডিশন দেয়। আমিও সেই প্রক্রিয়ার ভেতর দিতে চাই। একটি ভালো চরিত্র পাবার জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতে চাই।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৬ষ্ঠ পর্ব প্রচার হবে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। জনপ্রিয় পডকাস্ট শোটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test