E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রানিরা কাউকে অনুসরণ করে না’

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৩:৩৩:৫০
‘রানিরা কাউকে অনুসরণ করে না’

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস ঢালিউড কুইন নামে খ্যাত, বরাবরই সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি নতুন নতুন রূপে ধরা সামনে আসেন ভক্ত-অনুরাগীদের। এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের ওপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।

রিল ভিডিও ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানিরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে। ’

কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রীকে। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।

’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলব। অপু বিশ্বাস সত্যিই বেস্ট। ’

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার।

সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করেন অপু বিশ্বাস।

একসময় শাকিব-অপু জুটি হয়ে উঠে জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। তবে বহুদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test