E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গানের শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষকও’

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৩:৪৫:০৭
‘গানের শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষকও’

বিনোদন ডেস্ক : দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্প্রতি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় সরকার।

তবে দেশের একাধিক ইসলামি দল দাবি তোলেন প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত। সরকারের এমন সিদ্ধান্ত বাতিলের জন্য রাজধানীতে বিভিন্ন স্থানে মিছিল করে ইসলামি দলগুলো।

তাদেরর এমন দাবির সমালোচনা করেন শোবিজ অঙ্গনের অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে একটি ফটোকার্ডে প্রকাশ করেন তিনি। যে ফটোকার্ডে লেখা, ‘গানের শিক্ষক নয়। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন। ’

ছবিটি প্রকাশ করেন অভিনেত্রী দীপা খন্দকার লেখেন, ‘গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে। এটাই আমার আওয়াজ। এরপর নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, আপনার?’ অভিনেত্রীর পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার দীপা খন্দকারের। অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রী অভিনীত সিনেমা ‘রিতু কাহিনী’ । ইতোমধ্যেই এটি লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test