E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা

২০২৫ অক্টোবর ২২ ১৫:২৩:০৮
‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা

বিনোদন ডেস্ক : জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন সিনেমার জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে।
সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ১০ বিলিয়ন ডলার আয় করেছে। জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা।

বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে সিনেমাটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের সিনেমা নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।

এবারের সিনেমার নাম ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর উপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে এটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’।

মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে সিনেমাটি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় এক বিলিয়ন ডলার। সিনেমার পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন।

এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প। যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগত। একদিকে রেজ-এর দায়িত্ব, অন্যদিকে তার আবেগ-এই দুইয়ের মধ্যে সে আটকে পড়ে। শেষে যখন ডেনজি তার আসল পরিচয় জেনে ফেলে, তখন শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ।

সিনেমাটির প্রাথমিক সাফল্য দেখে ধারণা করা হচ্ছে ডেমন স্লেয়ার-এর মতো এটিও চমক সৃষ্টি করবে। এরইমধ্যে জাপানের বাইরে বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। বাংলাদেশের অনেক দর্শক অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তবে কিছু কিছু দৃশ্যের জন্য শিশু কিশোরদের সিনেমাটি দেখা থেকে বিরত থাকার কথাও বলা হচ্ছে।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test