E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাভাসি’র বিচারক হলেন শামীম জামান

২০২৫ অক্টোবর ২৬ ১৪:৪৫:৩৮
বাভাসি’র বিচারক হলেন শামীম জামান

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় নাট্য অভিনেতা, পরিচালক ও পরিচালক শামীম জামান। ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ২০২৪-২০২৫ এর বিচারক হিসেবে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে অভিনেতা জানান।

বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাইরে থেকে এ পর্যন্ত সর্বমোট ৭১টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ৭১টি চলচ্চিত্র থেকে জুরি বোর্ডের বিচক্ষণতার আলোকে ২৬টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ২৬টি চলচ্চিত্র থেকে ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।

শামীম জামান বলেন, নতুনদের জন্য এই আয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মটি তাদের মেধা প্রকাশের জন্য একটা সুযোগ। আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ২০২৪-২০২৫ নবম সিজনে বিচারক হিসেবে আমার ওপর আস্থা রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। শ্রেণি অনুযায়ী কর্মের যোগ্যতার ভিত্তিতে নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতিবছর করে দিচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

ইতোপূর্বে এই আয়োজন থেকে সেরা ব্যক্তিগণ যারা বিজয়ী হয়ে বের হয়েছেন, তারা বর্তমানে মিডিয়াতে নিজ মেধায় পারফর্ম করে এগিয়ে যাচ্ছেন।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test