E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজানের সময় গান থামিয়ে প্রশংসিত সোনু নিগম

২০২৫ অক্টোবর ৩০ ১৩:৪৭:১৩
আজানের সময় গান থামিয়ে প্রশংসিত সোনু নিগম

বিনোদন ডেস্ক : বলিউডের গায়ক সোনু নিগম কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে সেই আজানকে সম্মান জানিয়েই এবার অনুষ্ঠান থামিয়ে দিলেন সোনু নিগম।

সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। আর সেখানেই ভাইরাল হলো সোনু নিগমের অনুষ্ঠানের একটি মুহূর্ত।

মাইকে আজান বাজবে, সেটা বুঝতে পেরেই, গানের অনুষ্ঠান থামিয়ে দেন সোনু নিগম। এমন সময়ের ভিডিওটি ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক।

ভিডিওতে সোনু নিগমকে বলতে শোনা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম। এ সময় গায়ককে বলতে শোনা যায়, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন।

আজান শেষ হওয়ার পরে তিনি গান আবার শুরু করেন। সে সময় উপস্থিত দর্শকরা তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন গায়ক।

এর আগে একই বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সোনু নিগম। ২০১৭ সালে মুম্বাইয়ে তার বাসার কাছে একটি মসজিদে ভোরবেলায় আজান চলার কারণে তিনি সামাজিকমাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তখন বিতর্ক এবং বয়কটের ডাকও উঠেছিল গায়কের বিরুদ্ধে। এবার তার এই সিদ্ধান্ত হলো প্রশংসার কারণ।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test