E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কারচুপির অভিযোগ, মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ

২০২৫ নভেম্বর ১৯ ২০:১১:২৫
কারচুপির অভিযোগ, মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ

বিনোদন ডেস্ক : কারচুপির অভিযোগে বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন ‘মিস ইউনিভার্স’র দুজন বিচারক। গতকাল মঙ্গলবার জুরি সদস্য লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ সামাজিক মাধ্যমে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’র ৭৪তম আসর। এ বছর প্রতিযোগিতার শুরু থেকেই নানান বিতর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। তার আগে প্রতিযোগীরা ব্যস্ত বিভিন্ন সেশনে অংশ নিতে। ঠিক এই সময়ে ঘটলো অফিসিয়াল জুরি সদস্য পদত্যাগের ঘটনা।

গতকাল (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে হারফুশ লিখেছেন, ‘আকস্মিকভাবে গঠন করা একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না।’ তার অভিযোগ, এই গোপন প্যানেল এমন কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠিত যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে।

হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে আরও এক বিতর্কে জড়ায় এবারের মিস ইউনিভার্স আয়োজন। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয় বিশ্বজুড়ে।

‘মিস ইউনিভার্স’র ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বেশ সাড়া ফেলছেন। জনপ্রিয়তার ভোটে অনেকটা এগিয়ে গেছেন তিনি। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড, ১৫ লাখ ৫০ হাজার, ভোট পড়েছে তার পক্ষে। মিথিলাকে ভোট দেওয়া যাবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।

(ওএস/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test