E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না’

২০২৫ নভেম্বর ২৫ ২৩:৩০:০৫
‘বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না’

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে মূল মঞ্চে প্রতিযোগিতা শেষে ১৯ দিন পর দেশে ফিরলেন তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশে ফিরে বললেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না। সেরা ৩০-ই চূড়ান্ত। এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে জয়ের মতো। আমি বাংলাদেশের জন্য রেভ্যুলিউশন এনেছি। দেশের মানুষ অনেক সাপোর্ট করেছে, ভোট দিয়েছে- এজন্য কৃতজ্ঞ। যারা ভবিষ্যতে এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে, তাদের যেকোনো সহায়তা করব।’

প্রতিযোগিতার সময় বিকিনি পরায় দেশে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজড ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইম স্যুট- এই চারটি বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ঠিকভাবে করতে না পারলে সেরা ৩০-তো দূরের কথা, কোনো পজিশনই পাওয়া যাবে না। আমি সেরা ৩০ হয়েছি সুইম স্যুট রাউন্ডের কারণেই। বিকিনি আমি প্রথম পরিনি। এর আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবেই আমার দেশকে ছোট করিনি।’

মিথিলা জানান, দেশে ফেরার আগেই একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’।

মিস ইউনিভার্সের এবারের আসরে প্রথম হয়েছেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। রানারআপ হন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে আরও ছিলেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test