E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বামীর নামে মামলা, ডিভোর্সের ঘোষণা সেলিনার

২০২৫ নভেম্বর ২৬ ১৫:৩৬:৩৫
স্বামীর নামে মামলা, ডিভোর্সের ঘোষণা সেলিনার

বিনোদন ডেস্ক : স্বামী পিটার হগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করলেন অভিনেত্রী সেলিনা জেটলি। প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে ২০১১ সালে সংসার পেতেছিলেন এই বলিউড অভিনেত্রী। তিন সন্তানও রয়েছে তাদের।

সেলিনার অভিযোগ, স্বামী হাতে লাগাতার মারধরের শিকার তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণাও দিয়েছেন অভিনেত্রী।

সেলিনা জেটলির অভিযোগ, পিটার অত্যন্ত নিষ্ঠুর। সবসময় তাকে নিয়ন্ত্রণ করেন। এমনকী স্বামীর হাতে নির্যাতনের শিকারও হতে হচ্ছে তাকে।

অভিযোগনামায় সেলিনার দাবি, তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে বাবার কাছে। সন্তানদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন পিটার।

মৌখিকভাবে যাতে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। বলিউড মাধ্যম সূত্রে খবর, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই মুম্বাই আদালতের পক্ষে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়োছে। সংশ্লিষ্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।

সেলিনা এও অভিযোগ করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন। স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নয়।

প্রসঙ্গত ২০১১ সালে অস্ট্রেলিয়ায় পিটার হগকে বিয়ে করেন সেলিনা জেটলি। ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের জন্ম দেন সেলিনা। পরবর্তীতে ২০১৭ সালেও আরও দুটি যমজ পুত্রসন্তান হয় তার। যদিও বিরল হৃদরোগের জন্য তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test