E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কন্যাসন্তানের বাবা হলেন ইমরান

২০২৫ ডিসেম্বর ০২ ১৫:৩৫:৩৫
কন্যাসন্তানের বাবা হলেন ইমরান

বিনোদন ডেস্ক : কন্যাসন্তানের বাবা হলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইমরান মাহমুদুল ও মেহের আয়াত দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়।

এদিন সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ইমরান লেখেন, আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাআল্লাহ।

সবার কাছে দোয়া চেয়ে ওই পোস্টে ইমরান যোগ করেন, সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।

২০২৪ সালের ২৪ মে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। এক স্ট্যাটাসে ওই সময় ইমরান জানিয়েছিলেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। দেড় যুগ ধরে গান করছেন তিনি। গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। প্রকাশের অপেক্ষায় থাকা ‘মন গলবে না’ গানে তাসনিয়া ফারিণের সঙ্গে কণ্ঠ দেন ইমরান। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test