E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধর‍তে পারলে নিজেরাই সম্মানিত হবো’

২০২৫ ডিসেম্বর ১০ ১৫:১৭:০৬
‘দেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধর‍তে পারলে নিজেরাই সম্মানিত হবো’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য গুণগতমান সম্পন্ন কন্টেন্ট নির্মাণ করতে হবে। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধর‍তে পারলে আমরা নিজেরাই সম্মানিত হবো। কথাগুলো বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সিনেমা হল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সেহেতু প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।

অনুদানের সিনেমার বিষয়ে মাহফুজ আলম বলেন, আমরা ভালো সিনেমাকে অনুদান দিব। বাণিজ্যিক আর আপনি অবাণিজ্যিক কোন ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। বাণিজ্যিক ও অবাণিজ্যিক সব ভালো সিনেমাকেই আমরা অনুদান দিব।

সিনেমায় ইকো সিস্টেমের গুরুত্ব তুলে ধরে মাহফুজ আলম বলেন, স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকো সিস্টেমে আনা হবে।

তিনি আরও বলেন, সামনে এই এফডিসিতে এসে কেউ শুটিং করবেন না, শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসির এই জায়গাটা থাকবে গবেষণার জন্য। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানির সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা আইরিন, জলি, প্রার্থনা ফারদিন দিঘী, মডেল অভিনেত্রী শখ, চিত্রনায়ক জয় চৌধুরী, শিপন মিত্র। এছাড়া গান পরিবেশন করেন মৌসুমী ও ইথুন বাবুর দল।

(ওএস/এএস/ডিসেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test