E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাম্প্রতিক হামলায় শিল্পীসমাজের প্রতিবাদ

২০২৫ ডিসেম্বর ২৪ ০০:৩৩:৩৬
সাম্প্রতিক হামলায় শিল্পীসমাজের প্রতিবাদ

বিনোদন ডেস্ক : বিভিন্ন গণমাধ্যম, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে এক কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাথে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নিয়েছেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেখানে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ, নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের আয়োজনে উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরুপ রাহীসহ অনেকেই।

বক্তারা শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীর বিচার দাবি করেন।

এছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট আসবাবপত্র, মিউজিক সামগ্রী পুড়িয়ে ফেলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, ছায়ানট ভবনের সামনের রাস্তায় সংস্কৃতির ওপর সহিংস হামলার প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সেখানেও কণ্ঠশিল্পী, সাহিত্যিক,সাংবাদিক, সংস্কৃতিসেবীরা অংশ নিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে সম্মিলিতভাবে গাওয়া হয় মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, তীর হারা এই ঢেউয়ের সাগর, হিমালয় থেকে সুন্দরবনৎ এবং সবশেষে জাতীয় সংগীত।

(ওএস/এএস/ডিসেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test