E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাপারাজ্জিদের ‘জোর করে’ মদ খাওয়াতেন সঞ্জয় দত্ত

২০২৬ জানুয়ারি ০৪ ১৮:৩৫:৫৪
পাপারাজ্জিদের ‘জোর করে’ মদ খাওয়াতেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশক থেকে বলিউডের তারকাদের একেবারে কাছ থেকে দেখেছেন যিনি, তিনি আজ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত পাপারাজ্জি বরিন্দর চাওলা। সম্প্রতি এক কথোপকথনে সঞ্জয় দত্তকে ঘিরে একাধিক অজানা ও রঙিন স্মৃতি ভাগ করে নিলেন তিনি-যেখানে যেমন আছে তারকা-আভিজাত্যের দাপট, তেমনই রয়েছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ।

বরিন্দরের কথায়, শুটিং চলাকালীন প্রায়ই পাপারাজ্জিদের নিজে থেকেই ডাকতেন সঞ্জয় দত্ত। কখনও শুটের মাঝেই মজার ছলে জিজ্ঞেস করতেন, এই, এদিকে আয়… তুই কি মদ খাস? উত্তরে পাপারাজ্জিরা বলতেন, কাজের মধ্যে আছেন, তাই মদ্যপান নয়। কিন্তু সঞ্জয়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত অনেক সময়ই আড্ডায় বসতে হতো।

বরিন্দরের দাবি, সঞ্জয় দত্তের তারকা-প্রভাব এতটাই ছিল যে, যারা সাধারণত মদ্যপান করতেন না, তার সঙ্গেই শেষ পর্যন্ত গ্লাস তুলতেন। এমনকি সঞ্জয়ের বাড়ির বাইরেও একসঙ্গে বসে পান করার স্মৃতিও রয়েছে তাঁদের।

তবে এই দাপুটে স্মৃতির পাশাপাশি বরিন্দরের জীবনে সঞ্জয় দত্ত একবার হয়ে উঠেছিলেন কার্যত ‘ত্রাতা’। পেশাগত জীবনের শুরুতে একটি সেকেন্ড-হ্যান্ড মারুতি জেন কিনেছিলেন বরিন্দর। একদিন ফিল্মিস্তানে সঞ্জয় দত্তের শুট কাভার করে বেরোনোর সময় ভুলবশত তাঁর ভ্যানিটি ভ্যানে ধাক্কা লেগে যায়।

বরিন্দরের অভিযোগ, সঙ্গে সঙ্গে সঞ্জয়ের লোকজন তাকে ঘিরে ধরে ক্ষতিপূরণের দাবি তোলে-যে অঙ্ক বলা হচ্ছিল, তা তার গাড়ির দামের থেকেও অনেক বেশি।

বরিন্দর জানান, পরিস্থিতি যখন ভয়াবহ দিকে যাচ্ছে, ঠিক তখনই নীচে নেমে আসেন সঞ্জয় দত্ত। পুরো ঘটনা শুনে তিনি শুধু বলেন, ওকে যেতে দাও।

বরিন্দরের কথায়, সেই মুহূর্তে সঞ্জয় দত্ত তার কাছে একেবারে মাসিহা হয়ে উঠেছিলেন। মানুষ হিসেবে বরাবরই শান্ত, ঠান্ডা এবং ‘চিল’-এমনটাই অভিজ্ঞতা তার।

এদিকে পেশাগত দিক থেকেও সময়টা দারুণ যাচ্ছে সঞ্জয় দত্তের। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। বিশাল স্কেল ও টানটান গল্পের জোরে ছবিটি বিশ্বজুড়ে ১,১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। বর্তমানে এটি বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, শীর্ষে রয়েছে আমির খানের ‘দঙ্গল’।

যদিও ‘ধুরন্ধর’-এ সঞ্জয় দত্তের উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এ তার চরিত্র আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ, ২০২৬-এ। সেদিনই বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ হবে যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে। অন্যদিকে, যারা প্রেক্ষাগৃহে গিয়ে ‘ধুরন্ধর’ দেখতে পারেননি, তাদের জন্য সুখবর-চলতি মাসের শেষের দিকেই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test