E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ, ফেরালেন শৈশবের স্মৃতি

২০২৬ জানুয়ারি ১৮ ০০:৫৭:৫৮
মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ, ফেরালেন শৈশবের স্মৃতি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার ভালোবাসার কথা।

পোস্টের ক্যাপশনে ফারিণ শৈশবের স্মৃতির কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো।’

মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’

সবশেষ ফারিণ লেখেন, ‘আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলা। আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন‍্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়ত এমনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। ২০১৮ সালে ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। এরপর আর পেছন ফিরে তাঁকাতে হয়নি তাকে।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test