E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা

২০২৬ জানুয়ারি ৩০ ১৫:৩২:৪১
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা

বিনোদন ডেস্ক : চূড়ান্ত বিচার কাজ শেষে ঘোষণা করা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে দেখা যায়, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

এতে সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা আফরান নিশো, অন্যদিকে সাঁতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ সেরা সিনেমা নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সাঁতাও। সিনেমাটির জন্য সেরা পরিচালকও নির্বাচিত হয়েছেন এই নির্মাতা।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)।

সেরা খল অভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)।

সেরা শিশুশিল্পী মো: লিয়ন (আম কাঁঠালের ছুটি), একই সিনেমার জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কৃত হয়েছেন আরিফ হাসান আনাইয়া খান।

সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা সংগীতশিল্পী গায়ক বালাম (গান- ও প্রিয়তমা) সিনেমা (প্রিয়তমা), সেরা গায়িকা অবন্তী দেব সিথি (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো) সিনেমা (সুড়ঙ্গ)। সেরা গীতিকার সোমেস্বর অলি (গান- ঈশ্বর) সিনেমা (প্রিয়তমা) এবং একই গানের জন্য সেরা সুরকার প্রিন্স মাহমুদ।

সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি)।

সেরা কাহিনিকার হয়েছেন ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা)।

সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।

সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)।

সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), একই সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার ও সেরা পোশাক ও সাজ-সজ্জা বিথী আফরিন।

সেরা শব্দ গ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও)।

সেরা মেক-আপ ম্যান সবুজ (প্রিয়তমা)।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈতালী সমদ্দার নির্মিত মরিয়ম।

সেরা প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী নির্মিত লীলাবতি নাগ: দ্য রেবেল।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test