E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দেবের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

২০১৫ এপ্রিল ২৪ ১৪:০৬:১৪
দেবের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের ঘাটাল এলাকার তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেতা দেবের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। বৃহস্পতিবার রাজ্যের উত্তরের শহর শিলিগুড়িতে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন এখন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। তাই নিয়ম করেই শাসকদল তৃণমূল কংগ্রেস আচরণবিধি ভাঙলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা।

বিজেপির এই সাংসদের অভিযোগ, দেব একজন সাংসদ, আমিও সাংসদ। ভোট প্রচারে দেব আসায় পুলিশ প্রশাসন তাকে এসকর্ট করছে। একাধিক সরকারি গাড়ির কনভয় তার সঙ্গে এলাকায় ঘুরেছে। এটা নির্বাচনের সময়ে করা যায় না। কিন্তু, যাদের এসব দেখার কথা তারা এসব দেখার বদলে উল্টো মদত দিচ্ছেন।

আগামী ২৫ এপ্রিল শিলিগুড়ির সংযোজিত ওয়ার্ডগুলিতে তৃণমূল কংগ্রেস ব্যাপক হিংসা ছড়াতে পারে বলে দাবি সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। ওয়ার্ডে ওয়ার্ডে গণ্ডগোল করে বুথ লুটের পরিকল্পনা করতে পারে শাসকদল, আশঙ্কা বিজেপি সাংসদের।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test