E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

৩০ মে ঢাকায় আসবেন দীপিকা পাড়ুকোন

২০১৫ মে ২৪ ১৪:১৫:৪১
৩০ মে ঢাকায় আসবেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : টেলিভিশনের বিজ্ঞাপনের মাধ্যমে পুরো দেশবাসী জেনে গেছেন ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু কবে, কোথায়, কখন সেই মাহেন্দ্রক্ষণ তা ছিল অজানা।

অবশেষে আয়োজকরা জানালেন আগামী ৩০ মে ঢাকায় আসছেন দীপিকা। ভেন্যু হিসেবে বসুন্ধরা কনভেনশন হল চূড়ান্ত হয়েছে বলেও জানান আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো আয়োজনটিও দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দীপিকাকে নিয়ে তাদের প্রডাক্ট ক্যাম্পেইনের অনুষ্ঠান শেষে এক্সক্লুসিভ আয়োজন রাখা হয়েছে। আর এই বিশেষ আয়োজনে একাধিক কোরিওগ্রাফারের সমন্বিত একটি টিম কাজ করছে। যেখানে দীপিকার সঙ্গে জনপ্রিয় গানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় তারকারা।

তবে যেহেতু ইভেন্টটি লাক্সকে কেন্দ্র করে, তাই লাক্স সুন্দরীদের নিয়েই এই ইভেন্ট পরিচালনা করা হবে বলে জানা যায়। কোরিওগ্রাফির একটি বড় ভূমিকায় রয়েছেন দেশের প্রখ্যাত ড্যান্সার-কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব।

এছাড়াও দীপিকার জনপ্রিয় গানগুলো নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন তিন শীর্ষ লাক্স সুন্দরী মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু, বিদ্যা সীনহা মীম ও মেহজাবীন।

তবে অনুষ্ঠানের আয়োজকরা বিশেষ চমক হিসেবে উপস্থাপনের প্রত্যাশাতেই পুরো আয়োজনের বিস্তারিত গোপন রাখতে চাইছেন।

(ওএস/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test