E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দেশ মাতিয়ে সিডনি মাতালো ছুঁয়ে দিলে মন

২০১৫ মে ২৬ ১৩:৫৪:২৮
দেশ মাতিয়ে সিডনি মাতালো ছুঁয়ে দিলে মন

বিনোদন ডেস্ক : চলতি বছরের সেরা ব্যবসা সফল চলচ্চিত্র হতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। মুক্তির পর থেকেই সারা দেশে হৈ চৈ ফেলে দেয় ছবিটি। বিশেষ করে তরুণদের কাছে ব্যাপক সাড়া পায় আরিফিন শুভ ও জাকিয়া বারী মম জুটির রসায়ন।

দেশ মাতিয়ে এবার অস্ট্রেলিয়ার সিডনিতেও প্রদর্শনী করতে গিয়ে হাউসফুল পেল ছুঁয়ে দিলে মন। সিডনির হার্স্টভিল গ্রেটার ইউনিয়ন সিনেমা হলে রবিবার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হল শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। প্রদর্শনীর একদিন আগেই শো’র সকল টিকিট বিক্রি হয়ে যায়। যা বাংলা সিনেমার প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আগ্রহেরই প্রমাণ দিল। একইসঙ্গে এ সিনেমাকে কেন্দ্র করে হাজির হয়েছিলেন নানা দল-মতের মানুষ।

‘ছুঁয়ে দিলে মন’ প্রদর্শনী উপলক্ষে গ্রেটার ইউনিয়ন সিনেমা হলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ হওয়ায় আয়োজকরা অতিরিক্ত চেয়ার ও টুল এনে কমিউনিটির নেতৃবৃন্দ ও দর্শকদের বসার ব্যবস্থা করেন। আবার বিনা টিকিটে অনেক দর্শক দাঁড়িয়ে ‘ছুঁয়ে দিলে মন’ দেখার সুযোগ পেয়েছেন।

ছবিটিকে ঘিরে কমিউনিটির মধ্যে এত উৎসাহ দেখা গেছে। এ বিষয়ে কমিউনিটি নেতারা বলেন, সুস্থ সামাজিক সিনেমা নির্মিত হলে অস্ট্রেলিয়াই হবে বাংলা চলচ্চিত্রের দ্বিতীয় বাজার।

টিকিট না পাওয়া অনেক দর্শক পরবর্তী রবিবার সিনেমাটি সারাদিন প্রদর্শনের অনুরোধ করেন। এ ব্যাপারে আয়োজক কমিটির অন্যতম সদস্য আতিকুর রহমান শুভ বলেন, ‘চাহিদা আর দর্শকদের অনুরোধ রাখতে আমরা আগামী রবিবারও সিনেমাটি প্রদর্শন করবো।’

সিডনিতে ‘ছুঁয়ে দিলে মন’ প্রদর্শনীর সার্বিক আয়োজনে ছিল ট্রাইয়ো ফিল্মস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি দুই বছর ধরে চলচিত্র নিয়ে গবেষণা করছে। ‘ছুঁয়ে দিলে মন’ তাদের প্রথম পরিবেশন।

সিডনিতে প্রদর্শনী শেষে সিনেমাটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, পার্থ ও এডেলাইডে মুক্তি পাবে বলে জানিয়েছেন আতিকুর রহমান শুভ।

(ওএস/এএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test