E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

 

নিজের গানের সিডি নিজেই বিক্রি করবেন অর্ণব

২০১৫ মে ২৭ ১০:৫৮:১৯
নিজের গানের সিডি নিজেই বিক্রি করবেন অর্ণব

বিনোদন ডেস্ক : পাইরেসী আর অবাধ ডাউনলোডের মুখে ধ্বংস প্রায় আমাদের ঐতিহ্যের সঙ্গীত বাজার। অবশ্য, মানহীন গানও এর জন্য সমানভাবে দায়ী। গাঁটের টাকা খরচ করে গানের ‘গ’ না জানা শিল্পীরা নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছেন গানের জন্য। শ্রোতারা এসব শিল্পীদের বিরক্তিকর সুর-সঙ্গীত ও কথার গান শুনে আস্থা হারিয়ে ফেলেছেন ভালো শিল্পীদের প্রতিও। তারই খেসারত দিচ্ছে পুরো সঙ্গীতাঙ্গন।

তাই প্রতিষ্ঠিত ও গুনী শিল্পীরা নিত্য নতুন পদ্ধতি বাতলে নিচ্ছেন নিজেদের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। তেমনি এক অভিনব পন্থা অবলম্বন করতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক অর্ণব। নিজের অ্যালবাম নিজেই বিক্রি করবেন এই সঙ্গীত তারকা।

অর্ণব বলেন, আগামী বৃহস্পতিবার বুয়েটে অনুষ্ঠিত এক কনসার্টে তিনি তার নতুন অ্যালবাম ‘খুব ডুব’ এর মোড়ক উন্মোচন করবেন। সেখানে গান গাওয়া শেষে নিজের অ্যালবাম বিক্রি করবেন তিনি।

তিনি আরো বলেন, নানা আমেজের ১০টি গান দিয়ে সাজানো হয়েছে ‘খুব ডুব’ অ্যালবাম। এটি প্রকাশ পাওয়ার পরদিন থেকে ২ জুন পর্যন্ত আড়ং, পাঠক সমাবেশ, যাত্রাসহ ঢাকার বেশ কিছু জায়গায় পর্যায়ক্রমে সরাসরি এই অ্যালবামটি বিক্রি করবেন অর্ণব। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া অর্থের প্রায় অর্ধেকই বান্দরবানে অবস্থিত একটি স্কুল মেরামতের জন্য দান করবেন তিনি। স্কুলটি সম্প্রতি বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ৩ জুন ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে ভারতে রওনা হবেন অর্ণব। সেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালবাসীর সাহায্যার্থে এক চ্যারিটি শোতে অংশ নেবেন তিনি।

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test