E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আবারো একসাথে হাবিব-ন্যান্সি

২০১৫ মে ২৭ ১৬:২২:৪৯
আবারো একসাথে হাবিব-ন্যান্সি

বিনোদন ডেস্ক : দেশের সঙ্গীতাঙ্গনে দু’জন মিলে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বলা হয়ে থাকে এ প্রজন্মে গানের সেরা জুটিও তারা। বলছি মিউজিক ক্রেজ হাবিব ওয়াহিদ ও ন্যান্সির কথা। এই দুই তারকা ভক্তদের জন্য সুখবর, আবারো একসাথে কণ্ঠ দিলেন হাবিব-ন্যান্সি।

‘ভালো করে ভালোবাসাই হলো না’ শিরোনামের রোমান্টিক কথা নিয়ে দুজন কন্ঠ দিলেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট হার্ট’ চলচ্চিত্রের একটি গানে।

গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে শোভা পাচ্ছে। ‘ভালোবাসাই হলো না’ শিরোনামে গানটি লিখেছেন কবির বকুল এবং সুর সঙ্গীত পরিচালনায় ছিলেন হাবিব ওয়াহিদ।

পর্দায় গানটিতে ঠোট মেলাবেন লাক্স সুন্দরী মিম ও চিত্রনায়ক বাপ্পী। এই প্রথমবার তারা চলচ্চিত্রে জুটি বেঁধেছেন।

‘ভালোবাসাই হল না’ গানটি ২৬ মে রাতে নিজের ফ্যান পেজে শেয়ার করেন হাবিব। ক্যাপশনে লিখেন, ‘আশা করি এটি আপনারা উপভোগ করবেন।’

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test