E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘বাহুবলী : দ্য বিগিনিং’

২০১৬ মে ১১ ১৫:০৪:২১
কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘বাহুবলী : দ্য বিগিনিং’

বিনোদন ডেস্ক : বাহুবলী চলচ্চিত্র একের পর একের রেকর্ড গড়ে যাচ্ছে। সম্প্রতি কান উৎসবে যাচ্ছে ভারতের অন্যতম বড় বাজেটের এবং ব্যবসা সফল বাহুবলী চলচ্চিত্রটি।

এবারের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘বাহুবলী : দ্য বিগিনিং’। সঙ্গে থাকবে পরিচালক-প্রযোজকদের নিয়ে প্যানেল ডিসকাশনও। যেখানে বড় স্কেলে ছবি তৈরি এবং ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে আলোচনায় যোগ দেবেন পরিচালক এস এস রাজামৌলি-সহ ছবির অন্য নির্মাতারা।

‘বাহুবলী...’র অফিশিয়াল ফেসবুক পেজ’এ আলোচনার লাইভ স্ট্রিমিং দেখা যাবে। আলোচনার শেষে ছবির স্ক্রিনিং হবে। আগামী ১৬ মে হতে চলেছে এই অনুষ্ঠান।

(এসএস/এএস/মে ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test