E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

  ১৪ আগস্ট বিটিভিতে নোঙর ২৫তম পর্ব 'পদ্মা নদী'

২০১৬ আগস্ট ১১ ১১:৪৫:২৯
  ১৪ আগস্ট বিটিভিতে নোঙর ২৫তম পর্ব 'পদ্মা নদী'









 



৯ আগস্ট, বুধবার প্রামাণ্যচিত্র নোঙর এর ২৫ পর্বের শুটিং ছিল পদ্মা নদীর মাওয়া ১ নং ফেরিঘাট এলাকায়। আমার সাথে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র চিত্রগ্রাহক আব্দুল কাদের ভাই ক্যামেরায় দারুন অভিজ্ঞ এবং আন্তরিক মানুষ। এই পর্বের অনুসন্ধানে মাওয়া পদ্মা নদীর যাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বেলেছিলাম ফেরীর মাস্টার চলাচল, লঞ্চ চালক, স্প্রিডবোটের চালক, যাত্রীসাধারণ, ঘাটের হোটেল ব্যবসায়ী, নৌপুলিশ এবং মাছ বিক্রেতাদের সাথে।

এ ছাড়াও এই পর্বে নদ-নদীর সাংবাদিকতা বিষয়ে কথা বলেছেন একুশে টিভির হেড অফ নিউজ, জনাব রাশেদ চৌধুরী, সময় টিভির হেড অফ নিউজ তুষার আব্দুল্লাহ, আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাভোকেট আফজাল হোসেন এবং দৈনিক প্রতিদিনের সংবাদ এর সম্পাদক জনাব আবু সাইদ।

এই পর্বটি আগামী ১৪ আগস্ট ২০১৬ রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ড একযোগে সম্প্রচার করবে। সুমন শামস এর পরিকল্পনা, গবেষনা, গ্রন্থনা ও উপস্থাপনায় এবং মামুন মাহমুদের প্রযোজনায় নোঙর এর বিশেষ পর্ব পদ্মা নদী-১ দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাই। ছবি: নাহিদ মুরাদ

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test