E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাজু সাবধানের অতিথি সুবর্ণা

২০১৬ আগস্ট ৩১ ১০:২৯:০৯
সাজু সাবধানের অতিথি সুবর্ণা

বিনোদন ডেস্ক : দেশীয় টিভি চ্যানেল থেকে দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তার মতে, এজেন্সির কাছ থেকে নাটক ক্রয়ের পরিবর্তে টিভি চ্যানেলগুলোর উচিত স্বাধীনভাবে মেধাবী, গুণী, জনপ্রিয় নির্মাতাদের কাছ থেকে নাটক নেওয়া।

‘সাজু সাবধান’ নামের একটি অনুষ্ঠানে সুবর্ণা আরও বলেন, দর্শক ফিরিয়ে আনতে প্রয়োজন আগের মতো নাটক প্রচার করা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানান, নাচে-গানে-পরিপূর্ণ বিনোদনধর্মী একটি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা আছে তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাজু খাদেম। তাই এ আয়োজনের নাম ‘সাজু সাবধান’। এখানে অতিথি হয়ে সুবর্ণা তার বর্ণাঢ্য ক্যরিয়ার নিয়ে বলেছেন না জানা অনেক কথা, জানিয়েছেন জীবনের মজার কিছু তথ্য, পরামর্শ দিয়েছেন তরুণ প্রজন্মকে।

সাজু খাদেম বলেছেন, ‘সুবর্ণা মুস্তাফা তার উত্তরসূরী অভিনয়শিল্পীদের জন্য এক আদর্শের নাম। দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পীর তালিকা করলে তাতে তার নাম থাকবে প্রথম সারিতে। তাকে এ আয়োজনে উপস্থাপন করতে পেরে খুব ভালো লাগছে।’

গত ২৮ আগস্ট বিএফডিসি’তে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়। মাছরাঙা টেলিভিশনে ঈদের পরদিন রাত ৯টায় প্রচার হবে ‘সাজু সাবধান’। প্রযোজনায় জেড আই ফয়সাল ও মনিরুজ্জামান খান।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test