E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আইটেম গানে নিপুন (ভিডিও)

২০১৬ সেপ্টেম্বর ১৯ ১৯:০৫:৩৩
আইটেম গানে নিপুন (ভিডিও)

বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার ছবি ‘ছেড়ে যাস না’ কলকাতায় মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। ছবিটিতে ফেরদৌসের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা রূপসাকে।

ছবি মুক্তির আগেই প্রকাশ হলো ছবিটির আইটেম গান ‘প্রেম রসিকা’। এই গানে ফেরদৌসের সঙ্গে আইটেম গার্ল হিসেবে নাচতে দেখা গেল জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নিপুনকে। গতকাল রবিবার ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়েছে এটি।

বাউল সম্রাট লালন সাঁইয়ের এই গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন মমতা। পুরনো সুরে গানটির নতুন সংগীতায়োজন করেছেন কলকাতার অভিজিৎ চট্টোপাধ্যায়।

‘ছেড়ে যাস না’ ছবির গল্প লিখেছেন তপন সাহা, চিত্রনাট্য করেছেন সৌমিত্র ব্যানার্জি। বাংলাদেশের ‘ইচ্ছেমত’ ও কলকাতার ‘শুভলগ্ন ফিল্মস’ যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের সঙ্গে পরিচালক হিসেবে কলকাতার তপন চক্রবর্তী।

ছবিটি সম্পর্কে ফেরদৌস বলেন, ‘ছবিটি প্রেমের হলেও এখানে পারিবারিক অনেক জটিলতা তুলে ধরা হয়েছে। দর্শকরা পরিপূর্ণ বিনোদন পাবেন।’

ফেরদৌস আরও জানান, কলকাতার পর বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে ‘ছেড়ে যাস না’। দুর্গাপুজার আগেই এটি মুক্তি দেওয়া হতে পারে।


(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test